মিডিয়ায় প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে। শুধু তাই নয়, গত বছর অক্টোবর গাগাঙ্গিরে গ্যান্ডারবালে ছয়জন অ-স্থানীয় এবং একজন ডাক্তারকে হত্যার পেছনেও ছিল এই অভিযুক্ত মুসা। কাশ্মীরের বারামুলায় হামলার সঙ্গেও যুক্ত ছিল মুসা। কাশ্মীরের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ পহেলগাঁও হামলার ব্লু-প্রিন্ট ছিল এই মুসার হাতেই।
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্যারা কমান্ডোর প্রশিক্ষণ থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে এই হামলা চালায় মুসা এবং তার সহ-জঙ্গিরা। তদন্তে আরও জানা গিয়েছে, কেবল লস্কর ই তইবা নয়, পাশাপাশি ISI-এর (Inter-Services Intelligence-পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সঙ্গেও যুক্ত। (এই তথ্যগুলি News 18 বাংলা আলাদা করে যাচাই করে নি)