পহেলগাঁওতে হামলার পর পুলওয়ামা, শোপিয়ান, অনন্তনাগ, কুলগাঁও এবং কুপওয়াড়া জেলায় ছয়জন সন্ত্রাসীর বাড়ি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে শূন্য সহনশীলতা নীতি নিয়েছে, সন্ত্রাসবাদীদের বাড়ি ধ্বংস করা তারই অংশ। এই সন্ত্রাসীরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এবং বর্তমানে কাশ্মীরে সক্রিয়।
advertisement
২২ তারিখের সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তারপর থেকে নিরাপত্তা বাহিনী জম্মু এবং কাশ্মীর জুড়ে একটি অভিযান শুরু করেছে। যারা পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীরা তার স্কেচ প্রকাশ করেছে। ওই সন্ত্রাসবাদীরা প্রত্যেকেই লস্কর-ই—তৈবার সঙ্গে যুক্ত।
তিনজন সন্ত্রাসী হাসিম মুসা ওরফে সুলেমান, আলি ভাই ওরফে তালহা ভাই এবং আদিল হুসেইন ঠোকারকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুসা এবং তালহা পাকিস্তানের বাসিন্দা, ঠোকার কাশ্মীরের স্থানীয় বাসিন্দা।