TRENDING:

এই তিন অস্ত্রেই ১৯-র নির্বাচনে মোদি সরকারকে ঘায়েল করবেন চিদম্বরম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ আর কয়েক মাসের অপেক্ষা ৷ তার আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে বিজেপি সরকার ৷ কখনও রাফাল তো কখনও সিবিআই ৷ এই মুহূর্তে চরম ডামাডোলে মোদি সরকার ৷ তার মধ্যেই ‘গোঁদের উপর বিষফোঁড়া’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ৷
advertisement

আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে রুখতে আগেভাগেই অস্ত্র প্রস্তুত করে রেখেছেন চিদম্বরম ৷ শনিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, বেকারত্ব, মহিলাদের নিরাপত্তা এবং জ্বালানি-সহ সমস্ত প্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধির মত তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদি সরকারকে বিঁধবেন তিনি ৷

কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির নেতৃ্ত্বে ছিলেন পি চিদম্বরম ৷ লোকসভা নির্বাচনের উদ্দেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শনিবার মুম্বই আসেন চিদম্বরম ৷ কীভাবে মোদি সরকারকে ঘায়েল করা যায় ? সেই নিয়ে মুম্বইয়ের কংগ্রেস কর্মীদের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করেন চিদম্বরম ৷ এরপরই উঠে আসে এই তিনটি বিষয় ৷

advertisement

আরও পড়ুন: প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রসঙ্গত, আগামী বছরের লোকসভা নির্বাচনের সংক্রান্ত সমস্ত বিষয়, ম্যানিফেস্টো এবং প্রচারের জন্য গত অগাস্ট মাসে কংগ্রেস তিনটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করে। কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী ন’জন সদস্যের ওই প্রধান কোর কমিটি তৈরি করেন। যেখানে রয়েছেন- এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, পি চিদম্বরম, অশোক গেহলৌত, মল্লিকার্জুন খারগে, আহমেদ প্যাটেল, জয়রাম রমেশ, রণদীপ সূর্যেওয়ালা এবং কে সি বেণুগোপাল। ম্যানিফেস্টো কমিটিতে আছে মোট 19 জন সদস্য। যাঁরা আগামী লোকসভা নির্বাচনে দলের ম্যানিফেস্টোর পরিকল্পনা করবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এই তিন অস্ত্রেই ১৯-র নির্বাচনে মোদি সরকারকে ঘায়েল করবেন চিদম্বরম