মঙ্গলবার সকালে ৭০ টন অক্সিজেন রাজধানীতে পৌঁছে গিয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছত্তিশগড় থেকে অক্সিজেন দিল্লিতে পৌঁছেছে। করোনা রোগীদের জন্য অক্সিজেন পৌঁছে দিতে ভারতীয় রেল চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। দিল্লির সরকার অক্সিজেন বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেবে। ইতিমধ্যেই দিল্লি সরকার অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কারের ব্যবস্থা করে রেখেছে। গত কয়েক দিনে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন করোনা রোগী। এমন পরিস্থিতি যাতে আর না হয় সেই জন্য দিল্লির প্রশাসন সবরকম চেষ্টা করছে। অক্সিজেনের সংকট কাটিয়ে তোলার জন্য কেন্দ্রের তরফেও অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে।
advertisement
এই অক্সিজেন এক্সপ্রেস-এর মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও তরল মেডিকেল অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেবে ভারতীয় রেল। সেখান থেকে ট্যাঙ্কারের মাধ্যমে দ্রুত সেই অক্সিজেন যাবে বিভিন্ন হাসপাতালে। এদিন ছত্তিশগড়ের রায়গড়ের প্লান্ট থেকে ৭০ টন লিকুইড অক্সিজেন দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্র। দিল্লি এনসিআর- এর বিভিন্ন হাসপাতালে রোগীদের চাহিদা মেটাতে পৌঁছে যাবে সেই অক্সিজেন।
উল্লেখ্য, সোমবার করোনায় দিল্লিতে মৃত্যুর হার ছিল সব থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৮০ জন করোন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দিল্লির স্বাস্থ্য দপ্তর অবশ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থতার হারও অনেকটাই বেশি। এই চরম দুঃসময়ে একমাত্র আশার আলো সেটাই।