সোমবারই ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের সাফল্যের খবর। জানা গিয়েছে AZD1222 প্রথম দফার ক্লিনিকাল ট্রায়ালে অ্যান্টিবডি ও রোগপ্রতিরোধকারী টি সেলের জন্ম দিচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। যেটুকু পার্শ্বপ্রতিক্রিয়া তা প্যারাসিটেমল সেবনে ঠিকও হয়ে যাচ্ছে।
সোমবার অক্সফোর্ড ভ্যাকসিনের সাফল্যের খবরটি আসার পরেই সিরাম ইন্সটিটিউটের শীর্ষকর্তা আদর পুনাওয়ালা বলেন, "এই ভ্যকসিনের সাফল্যে আমরা আপ্লুত। আমরা ভারতীয় নিয়ামক সংস্থার কাছে আবেদন করব এখানেও ট্রায়াল শুরু করার জন্য। সবুজ সংকেত এলেই আমরা ট্রায়াল শুরু করব। শুধু তাই নয়, এখানে খুব শিগগির এই ভ্যাকসিন উৎপাদনও শুরু হবে।"
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2020 8:35 AM IST