TRENDING:

জলের উপর দাঁড়িয়ে মহালক্ষ্মী এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর উদ্ধার সব যাত্রী

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে ৬০০-র বেশি যাত্রী উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সেনা৷ প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজে বেশ অসুবিধা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থানে: বদলাপুরে প্লাবিত এলাকায় আটকে থাকা মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় সব যাত্রীকেই উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা ও বায়ুসেনা৷ হেলিকপ্টারে করে যাত্রীদের উদ্ধার করে বায়ুসেনা৷ উদ্ধার কাজ চালায় নৌসেনাও৷
advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে যাত্রীদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌসেনা, সেনা৷ প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজে বেশ অসুবিধা হচ্ছে৷

advertisement

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাত্রীদের আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দেন৷ তিনি জানিয়েছেন, রেল পুলিশ-সহ সব বাহিনীই উদ্ধারকাজ চালাচ্ছে৷ মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, তাঁদের বদলাপুরে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে৷

যাত্রীদের উদ্ধারে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ রেল ট্র্যাকের ২ ফিট উপর দিয়ে বইছে উলহাস নদী৷ আগামী ২ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷

প্লাবিত এলাকায় দাঁড়িয়ে মহালক্ষ্মী এক্সপ্রেস

advertisement

রেল সূত্রের খবর, রাত ৩টে থেকে আটকে রয়েছে ট্রেনটি৷ বদলাপুর ও ভাঙ্গানির মাঝে৷ ওই জায়গা থেকে মুম্বই আরও ১০০ কিলোমিটার দূরে৷ যাত্রীদের উদ্ধার করতে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা৷ উদ্ধারকাজে হাত লাগায় নৌসেনাও৷

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
জলের উপর দাঁড়িয়ে মহালক্ষ্মী এক্সপ্রেস, ৫ ঘণ্টা পর উদ্ধার সব যাত্রী