মানবাধিকার সংগঠনটি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, 'প্রাথমিক সার্ভেতে দেখা যাচ্ছে, ২৫ হাজার বোড়ো, ৯ হাজার রিয়াং, ৮ হাজার হাজং ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাদ গিয়েছে এনআরসি-তে৷' দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপের ডিরেক্টর সুহাস চকমা জানাচ্ছেন, অসম সরকার সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি তথ্যে জানায়, ২২ হাজার ৩৯৮ জন আদিবাসী, যাঁরা জঙ্গল অঞ্চলে বাস করছেন, তাঁদের তো নিজেদের জমি নেই৷
advertisement
দেখা গিয়েছে, ৩৬ হাজার রিয়াং বাদ পড়েছেন এনআরসি-তে৷ এই রিয়াং উপজাতির অবস্থা খুব খারাপ৷ বেশির ভাগই চাষবাস করেন৷ শিক্ষার হার মাত্রাতিরিক্ত কম৷
Location :
First Published :
September 02, 2019 8:43 PM IST