TRENDING:

অসমে ১ লক্ষের বেশি আদিবাসী বাদ এনআরসি-তে

Last Updated:

মানবাধিকার সংগঠনটি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, 'প্রাথমিক সার্ভেতে দেখা যাচ্ছে, ২৫ হাজার বোড়ো, ৯ হাজার রিয়াং, ৮ হাজার হাজং ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাদ গিয়েছে এনআরসি-তে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অসমে ১ লক্ষের বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম নেই জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)-তে৷ এই আদিবাসীরাই আসল বাসিন্দা অসমের৷ অথচ এঁদেরই নাম বাদ পড়েছে এনআরসি-তে৷ সোমবার জানাল দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ৷
advertisement

মানবাধিকার সংগঠনটি একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, 'প্রাথমিক সার্ভেতে দেখা যাচ্ছে, ২৫ হাজার বোড়ো, ৯ হাজার রিয়াং, ৮ হাজার হাজং ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাদ গিয়েছে এনআরসি-তে৷' দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপের ডিরেক্টর সুহাস চকমা জানাচ্ছেন, অসম সরকার সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি তথ্যে জানায়, ২২ হাজার ৩৯৮ জন আদিবাসী, যাঁরা জঙ্গল অঞ্চলে বাস করছেন, তাঁদের তো নিজেদের জমি নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেখা গিয়েছে, ৩৬ হাজার রিয়াং বাদ পড়েছেন এনআরসি-তে৷ এই রিয়াং উপজাতির অবস্থা খুব খারাপ৷ বেশির ভাগই চাষবাস করেন৷ শিক্ষার হার মাত্রাতিরিক্ত কম৷

বাংলা খবর/ খবর/দেশ/
অসমে ১ লক্ষের বেশি আদিবাসী বাদ এনআরসি-তে