TRENDING:

প্রিয়াঙ্কার রোড শোয়ে চুরি হয়েছে ৫০টির বেশি মোবাইল!

Last Updated:

কংগ্রেস কর্মীরা এক ব্যক্তিকে ধরেন ভিড়ের মধ্যে৷ সে মোবাইল চুরির চেষ্টা করছিল৷ পুলিশের হাতে তুলে দেন৷ এক কংগ্রেস কর্মী পুলিশকে জানিয়েছেন, মেগা র‌্যালি থেকে ৫০ জনের মোবাইল চুরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: প্রিয়াঙ্কা গান্ধি বঢরার রোড শো বলে কথা! রাজনীতিতে প্রবেশের পর প্রথম রোড শো৷ লখনৌয়ে জনসমুদ্র দেখল দেশ৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে সঙ্গে নিয়ে ১২ কিলোমিটার রোড শো-এ ব্যাপক ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে৷ এর মাঝেই যারা হাত সাফাই করার, করে নিয়েছে৷ হ্যাঁ, প্রিয়াঙ্কার গান্ধির রোড শো-এ চুরি গিয়েছে ৫০টির বেশি মোবাইল৷ ঘোলা জলে মাছ ধরতে নেমে ভিড়ের মধ্যেই চুরি সেরে ফেলেছে মোবাইল চোরেরা৷
advertisement

কংগ্রেস কর্মীরা এক ব্যক্তিকে ধরেন ভিড়ের মধ্যে৷ সে মোবাইল চুরির চেষ্টা করছিল৷ পুলিশের হাতে তুলে দেন৷ এক কংগ্রেস কর্মী পুলিশকে জানিয়েছেন, মেগা র‌্যালি থেকে ৫০ জনের মোবাইল চুরি হয়েছে৷ উত্তরপ্রদেশের সরোজিনী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

মোবাইল চোরের খপ্পর থেকে বাদ যাননি কংগ্রেস মুখপাত্র জিশান হায়দারও৷ তাঁর মোবাইলও ওই র‌্যালিতে চুরি হয়ে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
প্রিয়াঙ্কার রোড শোয়ে চুরি হয়েছে ৫০টির বেশি মোবাইল!