TRENDING:

40 Hours And Counting: ৪০ ঘণ্টা পার, এখনও অপেক্ষা! তুরস্কে আটকে ২৫০-র বেশি ভার্জিন আটলান্টিকের যাত্রী, আজ মুম্বই ফেরার সম্ভাবনা

Last Updated:

আজ শুক্রবার রওনা দেবে বিমান। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পাওয়ার পর, বিমানটি আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইস্তানবুল: তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করল লন্ডন থেকে মুম্বইগামী ভার্জিন আটলান্টিক ফ্লাইট VS358। মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, পাইলট বাধ্য হয়ে বিমানটি তুরস্কে অবতরণ করান। তবে এখানেই শেষ হয়নি সমস্যা। বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, সেটি দ্রুত উড়তে পারেনি, ফলে ২৫০-এরও বেশি যাত্রী, যাদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন, প্রায় ৪০ ঘণ্টা ধরে আটকে রয়েছেন।
৪০ ঘণ্টা পার, এখনও অপেক্ষা! তুরস্কে আটকে ২৫০-র বেশি ভার্জিন আটলান্টিকের যাত্রী, আজ মুম্বই ফেরার সম্ভাবনা (Representative Image)
৪০ ঘণ্টা পার, এখনও অপেক্ষা! তুরস্কে আটকে ২৫০-র বেশি ভার্জিন আটলান্টিকের যাত্রী, আজ মুম্বই ফেরার সম্ভাবনা (Representative Image)
advertisement

আজ, শুক্রবার রওনা দেবে বিমান। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পাওয়ার পর, বিমানটি আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন– সরাসরি যুদ্ধের হুমকি, সিন্ধু জল চুক্তি স্থগিত করায় কেন এত মুষড়ে পড়েছে পাকিস্তান ? আসল দুই কারণ জানতেই হবে

কীভাবে ঘটল এই ঘটনা? জানা গিয়েছে, ২ এপ্রিল লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে রওনা দেয় ফ্লাইট VS358। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু মাঝ আকাশে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখনই তড়িঘড়ি বিমানটিকে নিকটবর্তী তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করানো হয়।

advertisement

কিন্তু এখানেই আরও বড় সমস্যা দেখা দেয়—বিমানের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে, যার ফলে সেটি আর উড়তে পারেনি। প্রথমে সংস্থা বিকল্প একটি বিমান পাঠানোর পরিকল্পনা করে, যাতে আটকে পড়া যাত্রীদের দ্রুত মুম্বই পৌঁছে দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই বিকল্প বিমানও পাঠানো হয়নি।

আরও পড়ুন– জঙ্গিদের ‘এন্ট্রি’-র সম্ভাব্য রুটগুলিতে ব্যাপক তল্লাশি ! স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু নিরাপত্তারক্ষীদের

advertisement

এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ যাত্রীরা। সংবাদ সংস্থা পিটিআই-কে এক আটকে পড়া যাত্রী জানান, দীর্ঘক্ষণ তাঁদের মেঝেতেই বসে থাকতে হয়। কাউকে একটা কম্বল পর্যন্ত দেওয়া হয়নি। নিরামিষ খাবারেরও কোনও ব্যবস্থা ছিল না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হনুমান দাস নামের এক যাত্রী বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষভ উগড়ে দিয়ে লিখেছেন, “৩০০-এর বেশি ভারতীয় ও ব্রিটিশ নাগরিক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন। ৩০০ জনের জন্য মাত্র ১টি টয়লেট, খাবার নেই, সাহায্য নেই, আমাদের ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে একটি ছোট জায়গায় আটকে রাখা হয়েছে। আমার পরিবারও এই দুর্ভোগের শিকার।”

advertisement

শুধু তাই নয়, কী হয়েছে, কখন বিমান ফের উড়বে, ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এই সংক্রান্ত কোনও তথ্য যাত্রীদের জানানো হয়নি বলেও ক্ষভ প্রকাশ করেছেন হনুমান দাস। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, যাত্রীদের জন্য হোটেল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবারই তাঁদের মুম্বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
40 Hours And Counting: ৪০ ঘণ্টা পার, এখনও অপেক্ষা! তুরস্কে আটকে ২৫০-র বেশি ভার্জিন আটলান্টিকের যাত্রী, আজ মুম্বই ফেরার সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল