TRENDING:

বুলেট ট্রেন প্রকল্পে অনুদান স্থগিত রাখার আবেদন জানিয়ে জাপান সরকারকে চিঠি লিখলেন ১,০০০ কৃষক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে জাপান সরকারকে চিঠি লিখেছেন প্রায় ১,০০০ জন কৃষক । বুলেট ট্রেন প্রকল্পের জন্য অধিগৃহীত কৃষিজমির মালিকরা এই চিঠি লিখেছেন ।
advertisement

১.১০ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের জন্য ঋণ সরবরাহ করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি । এই সংস্থাকেই অর্থ সরবরাহ স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছে কৃষক গোষ্ঠী । তাঁদের দাবি যতক্ষণ না সঠিক নির্দেশিকা অনুযায়ী কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তহবিল সরবরাহ বন্ধ করা হোক ।

চিঠিতে জানানো হয়েছে লগ্নিকারী সংস্থার যাবতীয় নির্দেশিকাকে লঙ্ঘন করা হচ্ছে ও নির্দেশিকা মেনে কাজ না হওয়া পর্যন্ত ভারত সরকারকে অনুদান বন্ধ করুক জাপান সরকার । পরিবেশ সংক্রান্ত নিয়মাবলীও মেনে চলা হচ্ছে না, দাবি কৃষকদের ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আইনজীবী আনন্দ ইয়াগনিক জানিয়েছেন, জমির অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টের কাছে ইতিমধ্যেই আপিল করা হয়েছে । জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও করছে কৃষকগোষ্ঠী ।

বাংলা খবর/ খবর/দেশ/
বুলেট ট্রেন প্রকল্পে অনুদান স্থগিত রাখার আবেদন জানিয়ে জাপান সরকারকে চিঠি লিখলেন ১,০০০ কৃষক