TRENDING:

আড়াই বছরের দুধের শিশুর মৃত্যু, ছেলের সব অঙ্গ দিয়ে ৭ শিশুকে বাঁচালেন বাবা-মা

Last Updated:

নিজের বাচ্চা নাই বা থাকল, তার অঙ্গগুলো অন্তত সচল থাকুক অন্য কারও দেহে । তবু তো অন্যদের দেহে, অন্য রূপে বেঁচে থাকবে তাঁদের সন্তান ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাত: আড়াই বছরের বাচ্চাটির ব্রেন ডেথ হয়ে গিয়েছিল । মারাত্মক একটি দুর্ঘটনার পর হাসপাতালের চিকিৎসকরা বাবা-মা’কে এমনটাই জানিয়েছিলেন । এরপরেই কঠিন সেই সিদ্ধান্ত নেন তাঁরা । নিজের বাচ্চা নাই বা থাকল, তার অঙ্গগুলো অন্তত সচল থাকুক অন্য কারও দেহে । তবু তো অন্যদের দেহে, অন্য রূপে বেঁচে থাকবে তাঁদের সন্তান ।
advertisement

ঘটনাটি ঘটেছে সুরাতের ভাতার এলাকায় । গত ৯ ডিসেম্বর খেলতে খেলতে হঠাৎই প্রতিবেশীর ফ্ল্যাটের দো’তলা থেকে নীচে পড়ে যায় যশ সঞ্জীব ওজা নামের আড়াই বছরের ওই শিশু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় আমরুতা হাসপাতালে । সেখানে শুরু হয় তার চিকিৎসা । কিন্তু চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও গত ১৪ ডিসেম্বর তাঁর ব্রেথ ডেথ ঘোষণা করা হয় ।

advertisement

এরপরেই সুরাতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি নীলেশ মান্ডেওয়ালা যোগাযোগ করেন যশের বাবা-মায়ের সঙ্গে । অঙ্গদানে তাঁদের রাজি করান তিনি । যশের বাবা সঞ্জীব ওজা পেশায় একজন সাংবাদিক । বিষয়টির গুরুত্ব বুঝে তিনিও অমত করেননি ।

এরপরেই যশের হৃদপিণ্ড আর ফুসফুস এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে চলে যায় চেন্নাইয়ে । ১,৬১৫ কিলোমিটার যেতে সময় নেয় মাত্র ১৬০ মিনিট । সেখানেই যশের হার্ট প্রতিস্থাপন করা হয় ৪ বছরের এক রাশিয়ান শিশুর শরীরে । আর ফুসফুসটি পায় ইউক্রেনের এক ৪ বছরের শিশু । গত বছর থেকে এই দুই শিশুর চিকিৎসা চলছিল চেন্নাইয়ে হাসপাতালে । অবশেষে নতুন জীবন পেল তারা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে পৌরসভার দারুণ উদ্যোগ, শুরু হয়েছে মহা কর্মযজ্ঞ
আরও দেখুন

যশের একটি কিডনি দেওয়া হয় সুরেন্দ্র নগরের বালিন্দা ১৩ বছরের এক কিশোরীকে এবং আর একটি পায় সুরাতেরই ১৭ বছরের এক কিশোরী । যশের লিভার বা যকৃৎ দেওযা হয় একটি ২ বছরের শিশু এবং তার কর্নিয়া রাখা হয়েছে সুরাতের লোক দৃষ্টি চক্ষু ব্যাঙ্কে ।

বাংলা খবর/ খবর/দেশ/
আড়াই বছরের দুধের শিশুর মৃত্যু, ছেলের সব অঙ্গ দিয়ে ৭ শিশুকে বাঁচালেন বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল