TRENDING:

বাজেট পেশের দিন বদলের আর্জি নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা

Last Updated:

বুধবার পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুধবার পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷ ৫ রাজ্যে ৬৯০ ভোটকেন্দ্রে নির্বাচন চলবে নির্বাচন ৷ মোট ১ লক্ষ ৮৫ হাজার ভোটকেন্দ্র তৈরি করবে নির্বাচন কমিশন ৷ অন্যদিকে কেন্দ্রের বাজেট ঠিক তার আগের দিন ৷ নির্বাচনের ঠিক আগে বাজেটের দিন ঠিক করায় সরব হয়েছে সমস্ত বিরোধী দলগুলি ৷ এর মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, জনতা দল ইউনাইটেড. আরজেডি ৷ এই বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীদলগুলি ৷ সকাল ১১ নাগাদ তারা নির্বাচন কমিশনে যাচ্ছে ৷
advertisement

তৃণমূলের ডেরেক ও,ব্রায়ন ট্যুইটে জানিয়েছেন, বাজেট পেশ নির্বাচনের শুরু হওয়ার ঠিক আগে হচ্ছে ৷  বাজেটে পেশের ৭২ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখাণ্ড ও মণিপুরে নির্বাচন পর্ব শুরু হতে চলেছে ৷ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মার্চের ১১ তারিখ ৷ বিরোধীদের মত বাজেট নির্বাচনের পরে পেশ করা উচিৎ কারণ এতে ভোটাররা প্রভাবিত হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বিজেপির তরফে জানানো হয়েছে, বাজেট পিছনোর কোনও মানে হয় না কারণ প্রতিবছর কোনও না কোনও নির্বাচন থাকেই ৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান ২০১৪ সালে নির্বাচনের আগে বাজেট পেশ করা হয়েছে ৷সরকারের তরফে নির্বাচনের দিন ওই দিনে ঠিক করা হয়েছে যাতে পয়লা এপ্রিল থেকে তা কার্যকর করা যায় ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট পেশের দিন বদলের আর্জি নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল