তৃণমূলের ডেরেক ও,ব্রায়ন ট্যুইটে জানিয়েছেন, বাজেট পেশ নির্বাচনের শুরু হওয়ার ঠিক আগে হচ্ছে ৷ বাজেটে পেশের ৭২ ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখাণ্ড ও মণিপুরে নির্বাচন পর্ব শুরু হতে চলেছে ৷ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে মার্চের ১১ তারিখ ৷ বিরোধীদের মত বাজেট নির্বাচনের পরে পেশ করা উচিৎ কারণ এতে ভোটাররা প্রভাবিত হতে পারে ৷
advertisement
বিজেপির তরফে জানানো হয়েছে, বাজেট পিছনোর কোনও মানে হয় না কারণ প্রতিবছর কোনও না কোনও নির্বাচন থাকেই ৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান ২০১৪ সালে নির্বাচনের আগে বাজেট পেশ করা হয়েছে ৷সরকারের তরফে নির্বাচনের দিন ওই দিনে ঠিক করা হয়েছে যাতে পয়লা এপ্রিল থেকে তা কার্যকর করা যায় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2017 10:58 AM IST