বিচারবিভাগের নিরপেক্ষতার দাবিতে ফের জোটবদ্ধ বিরোধী দলগুলি ৷ বাম, সমাজবাদী পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্যরাও কংগ্রেসের এই ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন করেছেন ৷ মঙ্গলবার এনসিপি নেতা ডি পি ত্রিপাঠি বলেন, ইতিমধ্যেই দীপক মিশ্রকে সরাতে একটি খসড়া তৈরি করা হয় ৷ সেই খসড়া প্রস্তাবে বিরোধী দলগুলি সাক্ষর করেছে ৷
১৯৭৯ সালে ওড়িশা সরকারের থেকে দু’একর জমি নেন প্রধান বিচারপতি মিশ্র। হলফনামা দিয়ে বলেন, তিনি ব্রাহ্মণ। তাঁর পরিবারের কোনও জমি নেই। মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে পরে সেই জমি কেড়ে নেওয়া হয়। তা সত্ত্বেও তিনি বহু দিন জমি দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ উঠতে থাকে দীপক মিশ্রের বিরুদ্ধে ৷ গত ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ৷ বিচারপতি রঞ্জন গোগই, কুরেইন জোসেফ, চেলামেশ্বর এবং মদন বি লকুর দাবি করেন, গুরুত্বপূর্ণ মামলাগুলির সঠিক বিচার না করে সেগুলি বিচারপতিদের বেঞ্চে দিয়ে দেওয়া হয় ৷ এই দাবিতেই সরব হন তারা ৷
advertisement