বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, "ইউক্রেন (Ukraine) নিয়ে আজ সকালে বিদেশমন্ত্রকের উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে দারুণ পরিবেশে। আমাদের উদ্বেগ এবং প্রশ্নের বিশদ ব্যাখা দেওয়ার জন্য এস জয়শঙ্কর এবং তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাই। এই ভাবেই দেশের বিদেশনীতি চালিয়ে যাওয়া উচিত।"
আরও পড়ুন: পুতিনকে আমরা বলতে পারি না যুদ্ধ থামাতে? ইউক্রেন নিয়ে মামলায় উদ্বেগ সুপ্রিম কোর্টের
advertisement
তিনি আরও বলেছেন, "৬টি রাজনৈতিক দলের ৯জন সাংসদ বৈঠকে যোগ দিয়েছিলেন।" বিদেশমন্ত্রক সূত্রের খবর, এদিনের উপদেষ্টা কমিটির বৈঠকে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে চিনের প্রসঙ্গ উত্থাপন করেন রাহুল গান্ধি।
সূত্রের খবর, রাহুল গান্ধির উদ্বেগ, রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠছে চিন এবং পাকিস্তান। রাহুলের দাবি, ভারতীয়দের ফেরানোই আপাতত অগ্রাধিকার হওয়া উচিত। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারি করা থেকে শুরু করে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে দেরি করেছে বলে উপদেষ্টা কমিটির বৈঠকে মন্তব্য করেন রাহুল গান্ধি।
আরও পড়ুন: কী ভয়ংকর, বাংলাদেশি জাহাজে রাশিয়ার বিস্ফোরক হানা! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সরকারের ভোটদান থেকে বিরত থাকাকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। কমিটির চেয়ারম্যান তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে অপারেশন গঙ্গার মাধ্যমে দেশে ফেরানো হবে।অন্যদিকে, দেশে ফেরা সব পড়ুয়ারই অভিযোগ, ইউক্রেন থেকে সীমান্ত বা পাশ্ববর্তী দেশে পৌঁছনোই তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাইলের পর মাইল হেঁটে, প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে প্রতিবেশী দেশে পৌঁছতে হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী পক্ষ। সুরক্ষিতভাবে যাতে সমস্ত ভারতীয় পড়ুয়াকে ফেরানো যায়, তার জন্য সরকারকে সবরকম সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। আজ সকালে ইউক্রেন নিয়ে বৈঠকে বসে বিদেশমন্ত্রকের উপদেষ্টা কমিটি। সূত্রের খবর, বৈঠকে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিরোধীরা। যত দ্রুত সম্ভব যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা।