প্রসঙ্গত, বেশকিছু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং সংসদের বাদল অধিবেশনের জন্য এই বৈঠক পিছোতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল৷ কিন্তু, সূত্রের খবর, কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, চলতি মাসেই বিরোধী জোটের বৈঠক হবে৷ আগামী ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই বৈঠক৷
advertisement
গত ২৩ জুন নীতীশ কুমারের পৌরহিত্যে ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক আয়োজিত হয়েছিল পটনায়৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা৷
বৈঠকের শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, আগামী ১২ জুলাই শিমলায় বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক আয়োজিত হবে৷ এই বৈঠকে আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল৷
কিন্তু, এদিন কংগ্রেসের কে সি বেণুগোপালের তরফে একটি ট্যুইট করে জানানো হয়, ১২ জুলাই শিমলায় নয়, বৈঠক হচ্ছে আগামী ১৭ এবং ১৮ জুলাই, কর্ণাটকে৷
তবে ২৩ জুন এবং ১৭ জুলাইয়ের মাঝে জাতীয় রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে৷ আগের বৈঠকের শেষেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিবৃতি প্রকাশ করে জানিযেছিল, পরবর্তী বৈঠকের আগে দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে কংগ্রেস তার অবস্থান স্পষ্ট না করলে পরের বৈঠকে যোগ দেওয়া তাদের পক্ষে কঠিন হবে৷
অপরদিকে, মহারাষ্ট্রেও সাম্প্রতিক দফা নাটকে শক্তিক্ষয় হয়েছে এনসিপি নেতা শরদ পওয়ারের৷ ভাইপো অজিত পওয়ার প্রায় ৪০ বিধায়ক নিয়ে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনার (একনাথ শিণ্ডে) সরকারে৷ আর বঙ্গে কংগ্রেসের অবস্থান নিয়ে ক্রমাগত তোপ দেগে চলেছেন মমতা-অভিষেক৷
সব মিলিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোট, আভাস মিলবে সতেরতেই৷