TRENDING:

Opposition Meet: বিরোধী-বৈঠকের আগের দিনই বড় আপডেট! কংগ্রেসের ঘোষণায় ‘সন্তুষ্ট’ আপ, মিটবে সমস্যা?

Last Updated:

এরপরেই এ নিয়ে প্রতিক্রিয়া দেয় আপ শিবির৷ আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা ট্যুইট করেন, ‘কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করবে বলে জানিয়েছে৷ এটা সত্যিই একটা ভাল কথা৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অবশেষে কি মিটল আপ-কংগ্রেসের পারস্পরিক দ্বন্দ্ব? বেঙ্গালুরুর বৈঠকের আগে মেগা ডেভালপমেন্ট বিরোধী রাজনীতিতে। আমলাদের উপরে দিল্লি সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিল কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, এ বিষয়ে কংগ্রেসের অবস্থান খুব স্পষ্ট, তারা বিষয়টিকে সমর্থন করছেন না৷ এরপরে, আপ শিবির থেকেও এসেছে সদর্থক প্রতিক্রিয়া৷
advertisement

গত ২৩ জুন নীতীশ কুমারের পৌরহিত্যে পটনার বৈঠকে যোগ দিয়েছিল প্রায় ১৫টি দল৷ তাঁদের মধ্যে ছিল কংগ্রেস,তৃণমূল কংগ্রেস, আপ, আরজেডি-র মতো দল৷ সেই বৈঠকের পরেই একটি বিবৃতি প্রকাশ করা হয় আপের তরফে৷ যা ফের প্রশ্নের মুখে ফেলে দেয় চব্বিশের বিরোধী জোটের ভবিষ্যৎ৷ কী বলা হয়েছিল সেই বিবৃতিতে?

আরও পড়ুন: কুন্তলের সেল-এর সামনে কে ঘুরে বেড়াচ্ছে! আদালতে সব কথা ফাঁস করল ইডি-সিবিআই

advertisement

সেদিন বৈঠক শেষে একটি বিবৃতি জারি করে আম আদমি পার্টি জানায়, এদিনের বৈঠকে উপস্থিত ১৫টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের প্রতিনিধি রয়েছে রাজ্যসভায়৷ তার মধ্যে একমাত্র কংগ্রেস ‘ব্ল্যাক অর্ডিন্যান্স’-এর বিরোধিতার বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেনি৷

আম আদমি পার্টির বক্তব্য, এর মধ্যে কংগ্রেস যদি জনসমক্ষে এই ‘ব্ল্যাক অর্ডিন্যান্স’-এর বিরোধিতা না করে, যদি কংগ্রেসের ৩১ জন রাজ্যসভার সাংসদ এই অর্ডিন্যান্সের বিরোধিতায় ভোট না দেন, তবে পরবর্তী বৈঠকে কংগ্রেস উপস্থিত থাকলে, তারা সেখানে থাকবে না৷

advertisement

২৩ জুনের পরে, ১৭-১৮ জুলাই ফের বেঙ্গালুরুতে দু’দিন ব্যাপী বৈঠক করতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি৷ কিন্তু, সেই বৈঠকে কি থাকবে আপ? এই প্রশ্ন নিয়ে জলঘোলা চলছিলই৷ রবিবার এ বিষয়ে কংগ্রেস নেতা কে সি বেণুগোপালকে প্রশ্ন করা হলে, মেলে সেই অমোঘ উত্তর৷

বেণুগোপাল বলেন, ‘‘আমার মনে হয় ওরা (আপ) আগামিকাল বৈঠকে যোগদান করবে৷ অর্ডিন্যান্সের (দিল্লির আমলা নিয়ন্ত্রণ) বিষয়ে বলতে গেলে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট৷ আমরা একে সমর্থন করব না৷’’

advertisement

আরও পড়ুন: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার

এরপরেই এ নিয়ে প্রতিক্রিয়া দেয় আপ শিবির৷ আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা ট্যুইট করেন, ‘কংগ্রেস দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করবে বলে জানিয়েছে৷ এটা সত্যিই একটা ভাল কথা৷’ পরে আম আদমি পার্টির তরফে জানানো হয়, তাঁরা আগামিকাল থেকে বেঙ্গালুরুতে শুরু হওয়া বিরোধী শিবিরের বৈঠকে যোগ দিচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

অন্যদিকে, প্রবীণ বিরোধী জোটের মুখ কে হবে, তা নিয়েও এখনও জল্পনা চলছেই৷ এদিন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, ‘‘বিরোধী জোটের নেতার বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে৷’’ তবে, বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার সময়ে আপ যেভাবে দিল্লি অর্ডিন্যান্সের বিষয়টিকে ইস্যু করেছিল, সেটিও দুর্ভাগ্যজনক বলে মত চিদম্বরমের৷

বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meet: বিরোধী-বৈঠকের আগের দিনই বড় আপডেট! কংগ্রেসের ঘোষণায় ‘সন্তুষ্ট’ আপ, মিটবে সমস্যা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল