TRENDING:

Opposition Meeting in Bengaluru: আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে

Last Updated:

এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে। কারণ একদিকে বিজেপি বিরোধী জোটের বৈঠক আর অন্যদিকে বিজেপি সহযোগী দলের বৈঠক। বিজেপি বিরোধী জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আজ দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: পটনার পরে বেঙ্গালুরু। আজ, মঙ্গলবার মেগা বৈঠক বিরোধীদের। আর এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে। কারণ একদিকে বিজেপি বিরোধী জোটের বৈঠক আর অন্যদিকে বিজেপি সহযোগী দলের বৈঠক। বিজেপি বিরোধী জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আজ দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
advertisement

প্রসঙ্গত, বেঙ্গালুরুর এই বৈঠকে হাজির রয়েছেন সনিয়া গান্ধি। গতকাল, সোমবারই ২৬ রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছিলেন। সেখানে তাঁরা পারস্পরিক আলোচনা সেরে নিয়েছেন। অন্যদিকে, সনিয়া গান্ধির ডাকা নৈশভোজেও শামিল হয়েছিলেন তাঁরা। এদিন বৈঠকের শুরুতে, বিজেপি বিরোধী জোটের মঞ্চের একটা নামকরণ করা হতে পারে। আবার একই সঙ্গে আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করে দেওয়া হতে পারে।

advertisement

আরও পড়ুন– যশস্বীর হয়ে ব্যাট ধরলেন স্বয়ং মহারাজ, বিশ্বকাপে ভারতীয় দলে বাঁহাতি মুম্বইকরের সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন সৌরভ

এর পাশাপাশি আজকের বৈঠকে যা যা নিয়ে আলোচনার সম্ভাবনা, সামনেই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশনে কোন কোন ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে চেপে ধরা যায়। এর মধ্যে মণিপুরের অশান্তি, মূল্যবৃদ্ধি যেমন রয়েছে। তেমনই আলোচনায় উঠে আসবে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা ও সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রর উদাহরণ তুলে আনা হবে।

advertisement

বিজেপি বিরোধিতায় সরব সব রাজনৈতিক দল লোকসভা ও বিধানসভায় এই বিষয়ে ফ্লোর কো-অর্ডিনেশন করতে পারে ৷ যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ আছে। তাই এই বিষয়ে তারা সরব হলে, বাকিরা রাজনৈতিক সমর্থন পাবে।

এই বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার প্রভূত সম্ভাবনা ৷ একই সঙ্গে এখন থেকেই ভোটমুখী পাঁচ রাজ্যে যৌথ মঞ্চের মাধ্যমে প্রচারের কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হতে পারে।

advertisement

এর আগে ২০২১ সালে এই বিষয়ে একবার আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেস দিলেও, তা নিয়ে সে অর্থে উচ্চবাচ্য হয়নি।

এছাড়া আসন বন্টন নিয়েও আলোচনা শুরুর সম্ভাবনা এই বৈঠকে ৷ কংগ্রেসকে কোন কোন দল কোথায় আসন ছাড়বে, আর কংগ্রেস পাল্টা ছাড়বে তা নিয়েও হবে জোর আলোচনা।

আরও পড়ুন– বিশ্বকাপের টিকিটের দাম ঘোষণা করে বোর্ডের প্রশ্নের মুখে সিএবি! পরিস্থিতি সামাল দিতে আসরে সৌরভ-অভিষেক

advertisement

বাংলার পঞ্চায়েত ভোটে, কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন মমতা-অভিষেক। ফলে এই রাজ্যের মালদহ বা মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে আদৌ আসন ছাড়বে কিনা তৃণমূল, তা দীর্ঘ আলোচনা সাপেক্ষ। যার শুরু বেঙ্গালুরু থেকে হতে পারে।

অন্যদিকে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক রাজ্যে গিয়েছে তৃণমূল। এর মধ্যে মেঘালয়ে তাদের বিধায়ক আছে। লোকসভায় বাংলার পাল্টা মেঘালয়ে হবে কিনা সেটাও দেখার।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে কংগ্রেস নিয়ে এখনও একাধিক দলের মধ্যে সহজ সম্পর্কের বিষয় নেই ৷ তাই এক সুতোয় জোড়ার কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meeting in Bengaluru: আজ বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক, গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল