বুধবার চিন জানিয়েছে, পাকিস্তানে ভারতের সেনা প্রত্যাঘ্যাত ‘দুঃখজনক’৷ বেজিংয়ের দাবি, চিন যে কোনও রকমের সন্ত্রাসবাদী কাজকর্মের বিরোধী৷
চিনা মুখপাত্র বলেন, ‘‘ভোররাতে পাকিস্তানে ভারতের সেনা হামলার ঘটনা চিনের কাছে দুঃখজনক৷ যা হচ্ছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন৷ ভারত এবং পাকিস্তান একে অপরের প্রতিবেশী৷ তারা চিনেরও প্রতিবেশী৷ চিন যে কোনও রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধী৷ আমরা উভয়পক্ষের কাছে বৃহত্তর স্বার্থে শান্তি ও স্থায়িত্বের আবেদন জানাচ্ছি৷ আর যাতে পরিস্থিতি জটিল না হয়, তা নিশ্চিত করতে শান্তি বজায় রাখা উচিত দু’পক্ষেরই৷’’
advertisement
তবে সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের অন্যতম ‘বন্ধু’ চিন একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে তৎপর হয়েছে৷
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত ২৭ এপ্রিল চিনের শীর্ষস্থানীয় কূটনীতিক ওয়াং ই-কে ফোন করে পহেলগাঁও পরবর্তী বিষয় নিয়ে কথা বলেছিলেন বলে জানা গিয়েছিল। পাকিস্তানে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সাথেও দেখা করেছেন এর মধ্যে।
এদিন সাংবাদিক বৈঠকে ভারত জানিয়েছে, কোনও মিলিটারি বিল্ডিংকে টার্গেট করা হয়নি৷ সাধারণ মানুষেরও মৃত্যু হয়নি ভারতের অপারেশন সিঁদুরে৷ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল ভারত৷ পাশাপাশি, হুঁশিয়ারি, ‘পাকিস্তানের কোনও কাজ যদি পরিস্থিতি আরও খারাপ করে তোলে, তার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত’৷ অপারেশন সিঁদুর নিয়ে বুধবার সকালেই নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি৷ তাঁর সঙ্গে ছিলেন উইং কম্যান্ডার ভ্যমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি৷