দেশজুড়ে এখন ‘অপারেশন মীর জাফর’-এর আওতায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে তীব্র অভিযান চালাচ্ছে, যারা ভারতীয় অভিযানের সময় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। সেই অভিযানেরই ফল হিসেবে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় সেনাদের থেকে পাক সেনারা কম বেতন পান বেশি? বেতনের ফারাক জানলে চমকে যাবেন…
advertisement
পহেলগাঁও হামলার পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলোর নজর পড়ে এমন কিছু মানুষের দিকে, যারা পাকিস্তানকে তথ্য সরবরাহ করছিল। সংস্থাগুলোর ধারণা, বিভিন্ন সূত্রের মাধ্যমে পাকিস্তান বহু ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলি এটাও জানতে পারে, পুরো ঘটনায় দিল্লিতে থাকা পাকিস্তান হাইকমিশনের বড় ভূমিকা রয়েছে। কিছু ভারতীয় নাগরিক পাকিস্তানি হাইকমিশনে কর্মরত ISI-এজেন্টদের সরাসরি সংস্পর্শে রয়েছে।
প্রাথমিক তদন্তে আরও উঠে আসে, অনেক ভারতীয়কে বিদেশ সফরের সুযোগ, অর্থ বা অন্য লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান নিজেদের প্রয়োজনমতো তথ্য জোগাড় করছে। ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে উঠে আসে, ভারতের মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রচুর তথ্য পাকিস্তানে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ সহ আরও কিছু রাজ্যের লোক।
এই প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাগুলি ‘অপারেশন মীর জাফর’ নামে একটি কোডনেম দিয়ে অভিযান শুরু করে। প্রথমে প্রমাণ সংগ্রহ করা হয় এবং তারপর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়।
এক অফিসিয়ালের মতে, এই ঘটনায় অনেককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আরও কিছু মানুষের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে। প্রমাণ মিললে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে।