TRENDING:

প্রতিদ্বন্দ্বী ৩,৫০০-এরও বেশি, কিন্তু জয়ী মাত্র ৯ জন

Last Updated:

পশ্চিমবঙ্গের পাশাপাশি সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসমে ও কেন্দ্র শাসিত পুদুচেরিতে ৷ চলতি মাসের ১৯ তারিখ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে এবারে নির্বাচনে নির্দল প্রার্থীদের জন্য খুব একটা ভালো কাটেনি ৷ সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ৩,৫০০ বেশি নির্দল প্রার্থী ৷ কিন্তু তাদের মধ্যে জয়ী হয়েছে মাত্র ৯ জন ৷ কেরলে জিতেছেন ৬ জন ৷ পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি থেকে জয়ী হয়েছে মাত্র একজন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পাশাপাশি সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসমে ও কেন্দ্র শাসিত পুদুচেরিতে ৷ চলতি মাসের ১৯ তারিখ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে এবারে নির্বাচন নির্দল প্রার্থীদের জন্য খুব একটা ভালো কাটেনি ৷ সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ৩,৫০০ বেশি নির্দল প্রার্থী ৷ কিন্তু তাদের মধ্যে জয়ী হয়েছে মাত্র ৯ জন ৷ কেরলে জিতেছেন ৬ জন ৷ পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি থেকে জয়ী হয়েছে মাত্র একজন ৷
advertisement

পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল তামিলনাড়ু থেকে ৷ কিন্তু সেখান থেকে একজনও জিততে সফল হননি ৷

মোট ৩,৫২৬ নির্দল প্রার্থী এবারের ভোটে দাঁড়িয়েছিল পাঁচ রাজ্য থেকে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, কেরল থেকে ৭৮২, অসম থেকে ৭১১, পশ্চিমবঙ্গ থেকে ৩৭১ এবং পুদুচেরি থেকে ৯৬ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন ৷

advertisement

পশ্চিমবঙ্গে এপ্রিলের ৪ তারিখ থেকে মে মাসের ১৬ তারিখ পর্যন্ত ভোটগ্রহণ হয়েছিল ছ’দফায় ৷ পশ্চিমবঙ্গে ২৯৪টি, তামিলনাড়ুতে ২৩২ টি , কেরলে ১৪০টি, অসমে ১২৬টি  ও পুদুচেরিতে ৩০ টি আসনে ভোটগ্রহণ হয় ৷

চার রাজ্যে মোট ৮,৮৭৩ প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন ৷ এর মধ্যে তামিলনাড়ুতে ভোটপ্রার্থী ছিলেন সবচেয়ে বেশি ৷ তামিলনাড়ুতে ভোটে দাঁড়িয়েছিলেন ৩,৭৭৬ প্রর্থী, পশ্চিমবঙ্গে ১,৯৬১, অসমে ১,৫৮১, কেরলে ১,২০৩ ও পুদুচেরিতে ৩৪৪ জন ৷

advertisement

পাঁচ রাজ্যে মোট মহিলা প্রার্থী ছিলেন ৭৬১ ৷ তামিলনাড়ুতে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৩২০, পশ্চিমবঙ্গে ২০০, অসমে ১১১, কেরলে ১০৯ এবং পুদুচেরিতে ২১ জন ৷

পশ্চিমবঙ্গে  নির্দল প্রার্থীরা পেয়েছেন ২.২ শতাংশ ভোট ৷ তামিলনাড়ুতে ১.৪%, কেরলে ৫.৩%, ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০১১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জিতেছিলেন দু’জন নির্দল প্রার্থী, অসমে, কেরল ও পুদুচেরিতে জয়ী হয়েছিল একজন করে নির্দল প্রার্থী  ৷ সেই বছরও তামিলনাড়ু থেকে কোনও নির্দল প্রার্থী জয়ী হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিদ্বন্দ্বী ৩,৫০০-এরও বেশি, কিন্তু জয়ী মাত্র ৯ জন