TRENDING:

#LokSabhaElections2019: এই প্রথম বাড়িতে বসেই অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন ভোটকর্মীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোটকর্মীদের অনলাইনে প্রশিক্ষণ, বাড়িতে বসেই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। এই প্রথম ভোটকর্মীদের জন্য এরকম উদ্যোগ নেওয়া হল। উদ্যোগী কলকাতা উত্তরের নির্বাচনী আধিকারিক। বিশেষ এই প্রশিক্ষণের নাম ‘পোলস্টার’।
advertisement

সারা দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন। মোট সাতটি দফায় হবে লোকসভা নির্বাচন। ভোট শুরু হবে ১১ এপ্রিল থেকে। মোট সাতটি দফায় হবে ভোটগ্রহণ। ভোটগণনা ২৩ মে। গতকাল, রবিবার বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষনা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ৩ জুন। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে। আপাতত লোকসভার সঙ্গে বিধানসভা ভোট হচ্ছে না জম্মু-কাশ্মীরে।

advertisement

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণ বিধি। অর্থাৎ, নতুন কোনও প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। গুগল, ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনে। বিভিন্ন কেন্দ্রে ভোটের ৪৮ ঘণ্টা আগে নিষিদ্ধ হয়ে যাবে মাইক, লাউড স্পিকারের ব্যবহার।

advertisement

সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট হবে সাত দফায়। প্রথম দফায় ভোট দু’টি আসনে, দ্বিতীয় দফায় ভোট তিনটি আসনে, তৃতীয় দফায় ভোট পাঁচটি আসনে, চতুর্থ দফায় ভোট আটটি আসনে, পঞ্চম দফায় ভোট সাতটি আসনে, ষষ্ঠ দফায় ভোট আটটি আসনে এবং সপ্তম দফায় ভোট হবে ন’টি আসনে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#LokSabhaElections2019: এই প্রথম বাড়িতে বসেই অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন ভোটকর্মীরা