TRENDING:

#BravesonofIndia : সোমবার দেরাদুনে মেজর চিত্রেশ সিং বিস্তের শেষকৃত্য, ৭ মার্চ তাঁর বিয়ের কথা ছিল

Last Updated:

বড় ভাই বিদেশে থাকেন ৷ তাঁর অপেক্ষায় পরিবার আজ গোটা পরিবার অপেক্ষারত ৷ তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: তখনও পুলওয়ামার ভয়াবহতার বাইরে কিছুই বাবতে প্রস্তুত হয়নি মন ৷ আরও এক মৃত্যু খবর মনকে যেন অসার করে দিয়েছে ৷ মেজর চিত্রেশ সিং বিস্ত শহিদ, কান্নায় ফেটে পড়েছে গোটা পরিবার ৷ আগামী ৭ মার্চ ২০১৯ তাঁর বিয়ে হওয়ার কথা ছিল ৷ বাড়ির ছোট ছেলের বিয়ের প্রায় সব প্রস্তুতুই সারা হয়ে গিয়েছিল ৷ সম্পন্ন হয়েছিল বিয়ের কার্ড ছাপাও ৷ উঞসাহ উদ্দীপনায় যেন সবাই মেতেছিল ৷
advertisement

বাবা অবসর প্রাপ্ত পুলিশ অফিসার তিনিও ছেলের বিয়ের কাজেই ব্যস্ত ছিলেন ৷ মাত্র একটা ফোন পাল্টে দিয়েছিল জীবনের সব রং ৷ ছেলে শহিদ হয়েছে ৷ আইডি নিষ্ক্রিয় করতে গিয়েই প্রাণ হারিয়েছেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ইতিমধ্যেই তাঁর মরদেহ দেরাদুনের বাড়িতে এসে পৌঁছেছে ৷ ছেলের মৃত্যু খবর তার বাবা-মাকে কতখানি দুঃখী করতে পারে তা ঠিক বলে বোঝানোর মত কোনও ভাষা নেই ৷ চোখের সামনে ভেসে উঠছে ছেলের বিভিন্ন প্রসঙ্গ, বারেবারে ভিজিয়ে দিচ্ছে চোখ ৷ আজ অর্থাৎ সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷ বড় ভাই বিদেশে থাকেন ৷ তাঁর অপেক্ষায় পরিবার আজ গোটা পরিবার অপেক্ষারত ৷ তিনি এলেই শেষকৃত্য সম্পন্ন হবে ৷ দেওয়া হবে গান স্যালুটও ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#BravesonofIndia : সোমবার দেরাদুনে মেজর চিত্রেশ সিং বিস্তের শেষকৃত্য, ৭ মার্চ তাঁর বিয়ের কথা ছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল