TRENDING:

One Nation One Election Bill: 'এক দেশ এক নির্বাচন' বিল নিয়ে ভোটাভুটি লোকসভায়! পক্ষে-বিপক্ষে ভোট পড়ল কত? জানুন ফলাফল

Last Updated:

One Nation One Election Bill: সংসদের শীতকালীন অধিবেশনে 'এক জাতি, এক নির্বাচন' বিল পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে 'রাজনৈতিক' বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল মঙ্গলবার লোকসভায় বহু আলোচিত ‘এক দেশ, এক নির্বাচন’ বিলটি পেশ করেন। সংসদের শীতকালীন অধিবেশনে ‘এক জাতি, এক নির্বাচন’ বিল পেশ করে এই আইন প্রণয়নের বিরোধিতাকে ‘রাজনৈতিক’ বলে আখ্যা দিলেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
'এক জাতি, এক নির্বাচন' বিল পেশ
'এক জাতি, এক নির্বাচন' বিল পেশ
advertisement

আইনমন্ত্রী আরও বলেন, এক জাতি, এক নির্বাচন বিল সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মৌলিক কাঠামোর মতবাদকে কোনও ভাবেই আঘাত করে না। এদিকে বিল পেশ হতেই সংসদে এই বিলের প্রতিবাদে সরব হন বিরোধীরা। সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব তীব্র ভাবে এই বিলের বিরুদ্ধে সোচ্চার হন। সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব বলেন, “আবহাওয়া দেখে নির্বাচনের তারিখ বদলাও। আটটা বিধানসভার নির্বাচন একসঙ্গে করাতে পারেন না, তাঁরা গোটা দেশের লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গে করবেন?”

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে…! ৫৫কিমি/ঘণ্টা বেগে বইবে হাওয়া! ৪ রাজ্য কাঁপাবে ঝড়-বৃষ্টি-দুর্যোগ! ১৬ রাজ্যে শৈত্যপ্রবাহ! ৭২ ঘন্টায় কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

এই বিলের সমালোচনায় সোচ্চার হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মনে রাখা দরকার, রাজ‍্য সরকার বা বিধানসভা সংসদের অধীনে নয়। বিধানসভা স্বায়ত্তশাসিত। তাই তার উপর হস্তক্ষেপ চলতে পারে না। বস্তুত এটা এক ব‍্যক্তির স্বপ্নপুরণ ছাড়া আর কিছু নয়।”

advertisement

সংসদে সরব হন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “আমি এই বিলের বিরোধিতা করছি। এই বিল আঞ্চলিক দলগুলিকে শেষ করে দেবে। এক শীর্ষ নেতৃত্বের ‘ইগো’ সন্তুষ্ট করতেই এই বিল আনা হচ্ছে।”

আরও পড়ুন: ৩০-এই মুখে বয়সের ছাপ…? ‘হাইড্রা ফেসিয়াল’ ভুলে যান! মুখে লাগান এই ঘরোয়া ‘টোটকা’, একলাফে কমবে বয়স!

advertisement

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন— “প্রধানমন্ত্রী নিজে ক‍্যাবিনেট বৈঠকে বলেছেন এই বিলের বিস্তারিত চর্চার জন‍্য জেপিসিতে পাঠানো হোক। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে বলছি, যদি জেপিসির প্রস্তাব করেন তাহলে এই আলোচনা এখনই শেষ হবে।” কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, “আমরা জেপিসির রেকমেন্ডেশন অবশ‍্যই আনব।”

বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই সেক্রেটারি জেনারেল বিলটি নিয়ে ভোটাভুটির প্রক্রিয়া শুরু করেন। ইলেকট্রনিক মেশিনে এই প্রথম ভোটাভুটি হয় সংসদে। এক দেশ এক নির্বাচন বিলের ভোট প্রক্রিয়া শেষ হতে ভোটাভুটির ফলে দেখা যায় বিলটির সমর্থনে অর্থাৎ পক্ষে ভোট পড়েছে ২৬৯টি এবং এই বিলের বিরোধিতায় অর্থাৎ বিপক্ষে ভোট পড়েছে ১৯৮টি। এরপরেই বিলটি ‘ইন্ট্রোটিউজ’ করা হয় লোকসভায়। পরে ৩টে পর্যন্ত লোকসভা মুলতুবি রাখা হয়।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের ‘১০০ টাকা’ ভারতে এখন ‘কত’ বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ‘এক দেশ এক ভোট’ কার্যকর করতে বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্র। ‘এক দেশ, এক নির্বাচন’ ব্যবস্থা এ দেশে চালু হলে, তা কতটা বাস্তবসম্মত হবে— সে বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মার্চ মাসে কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেয়। কোবিন্দ কমিটির সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখে বিলগুলি তৈরি করা হয়। তবে বিল সংসদে পাশ হলেও তা কার্যকর হতে এখনও অনেকটা সময় লাগতে পারে। যদি কোনও পরিবর্তন বা সংশোধনী ছাড়া বিলগুলি সংসদে পাশ হয়ে যায়, তা হলে ‘এক দেশ, এক ভোট’ ২০৩৪ সাল থেকে কার্যকর করা যেতে পারে।

বাংলা খবর/ খবর/দেশ/
One Nation One Election Bill: 'এক দেশ এক নির্বাচন' বিল নিয়ে ভোটাভুটি লোকসভায়! পক্ষে-বিপক্ষে ভোট পড়ল কত? জানুন ফলাফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল