TRENDING:

বছর শেষেও কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #শ্রীনগর: বছর শেষেও উপত্যকায় জঙ্গি হামলা। এবার জঙ্গিদের নিশানায় পুলওয়ামার অবন্তিপুরায় CRPF ক্যাম্প। রাত দুটো নাগাদ কয়েকজন জঙ্গি সিআরপিএফের ক্যাম্পে হামলা চালায়।
advertisement

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও তিন জওয়ান। এলাকা খালি করে চলছে তল্লাশি।

শ্রীনগর থেকে ৩০ কিলোমিটারের মত দূরে লেথপোরায় CRPF-র ১৮৫ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে রাত দুটো নাগাদ গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে ঢুকে পড়ে এক দল জঙ্গি ৷

গ্রেনেড হামলার পর এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। সিআরপি জওয়ানরাও পাল্টা জবাব দেন। শুরু হয় দু’পক্ষের গুলিবিনিময়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই ৷ জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে ৷

advertisement

অগাস্টে পুলওয়ামাতেও পুলিশ ছাউনিতে এভাবেই ভোরের সূর্য ওঠার আগে হামলা চালায় জঙ্গিরা ৷ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলির লড়াই ৷ সবশেষে খতম হয় তিন জঙ্গি ৷ শহিদ হন আট পুলিশকর্মী ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বছর শেষেও কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান