সম্প্রতি সামনে একটি ভিডিও এসেছে যা দেখে নেটিজেনরা একেবারে বাকরুদ্ধ। ভিডিওটি ঘিরে ট্যুইটের বন্যা বইছে এবং লোকেরা নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে। একটি প্রি-স্কুলে, ছোট বাচ্চারা একটি ঘরে খেলছিল। ভিডিওতে দেখা যায় যে মহিলা তাদের দেখাশোনা করছিলেন তিনি হঠাৎ করেই বাচ্চাদের রুমটি ছেড়ে চলে যায়৷ বিষয়টি অনেকটাই যেন বাচ্চাদের ঈশ্বরের ভরসায় রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান৷
advertisement
সেই রুমে হাজির শিশুদের মধ্যে বড় একটি শিশু আরেকটি ছোট শিশুকে মারতে থাকে। এই ভিডিওটি সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছে। একজন নেটিজেনের হ্যান্ডেল থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষজন ভীষণ রেগে গেছেন৷ এই ঘটনার পরে বেঙ্গালুরুতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ভয়ানক এই ভিডিওতে দেখা যায়, ছোট বাচ্চাদের একটি দল খেলনা এবং অন্যান্য খেলার সামগ্রী নিয়ে ঘরে উপস্থিত ছিল। দরজার কাছে নীল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তিনি একটি শিশুকে ঘর থেকে বের করেন এবং বাকী শিশুদের কোনো তত্ত্বাবধান ছাড়াই ঘরের ভিতরে রেখে যান। এর পর একটি শিশু অন্য শিশুকে আঘাত করতে থাকে। তারপর সেই শিশু বারবার এই কাজ করতেই থাকে৷ আর পুরো বিষয়টি তত্ত্বাবধানের জন্য বড় কোনও মানুষ ছিল না৷