TRENDING:

এক সময়ে তাঁর ভয়ে কাঁপত গোটা মুম্বই! সেই গ্যাংস্টার অরুণ গাউলির দুই কন্যাই হারলেন BMC পুরভোটে!

Last Updated:

এক সময়ে তিনি ছিলেন গ্যাংস্টার পরবর্তীতে তিনিই হন রাজনীতিবিদ। কিন্তু, বিএমসি নির্বাচনে সেই 'প্রভাবশালী' রাজনীতিবিদ অরুন গৌলির দুই মেয়েকেই হার স্বীকার করতে হয়েছে। গৌলির দুই মেয়েই তার বাবার তৈরি দল অখিল ভারতীয় সেনার হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এক সময়ে তিনি ছিলেন গ্যাংস্টার পরবর্তীতে তিনিই হন রাজনীতিবিদ। কিন্তু, বিএমসি নির্বাচনে সেই ‘প্রভাবশালী’ রাজনীতিবিদ অরুন গৌলির দুই মেয়েকেই হার স্বীকার করতে হয়েছে। গৌলির দুই মেয়েই তার বাবার তৈরি দল অখিল ভারতীয় সেনার হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। গীতা গাউলি এবং যোগিতা গাউলি দুজনেই এই নির্বাচনে একই দলের হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু,
দুই কন্যাই হারলেন বিএমসি নির্বাচনে
দুই কন্যাই হারলেন বিএমসি নির্বাচনে
advertisement

২১২ নম্বর ওয়ার্ডে সমাজবাদী পার্টির আমরিন শেহযান আবরাহনির কাছে পরাজিত হন গীতা। অন্য দিকে ২০৭ নম্বর ওয়ার্ডে বিজেপির রোহিদাস লোখান্ডের কাছে পরাজিত হন যোগিতা গাউলি।

দুই গাউলি কন্যার একসঙ্গে হারের ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মুম্বই পরিসরে গাউলিদের যে রাজনৈতিক ক্ষমতা ছিল তাও শেষ হয়ে গেল।

প্রসঙ্গত, ৭০-এর দশকে মুম্বই জুড়েই অরুন গাউলি কুখ্যাত অপরাধী ছিলেন। মুম্বইয়ের অন্ধকার জগতে তার প্রবেশ তার ভাই কিশোরের সঙ্গে। দুজনে মিলে বাইকুল্লা কোম্পানি নামে এক অপরাধীর গ্যাং শুরু করেন। ১৯৮০-এর শুরু থেকে শিবসেনার হাত ধরে রাজনীতিতে প্রবেশ। এরপরে ১৯৯০-এর শেষে নিজেই দল গড়ে নির্বাচন লড়েন। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত চিনচিপোকলি আসন থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরনো পদ্ধতিতে সোনা ফলবে মাঠে, ভাগ্য খুলে যাবে চাষিদের! সীমান্তের কৃষি মেলায় নয়া দিশা
আরও দেখুন

২০০৮ সালে এক শিবসেনা কর্মীকে হত্যার জন্য তাঁকে কারাবাসে দণ্ডিত করা হয়। ১৭ বছর কারাবাস শেষে গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এক সময়ে তাঁর ভয়ে কাঁপত গোটা মুম্বই! সেই গ্যাংস্টার অরুণ গাউলির দুই কন্যাই হারলেন BMC পুরভোটে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল