TRENDING:

Coromandel Express accident Update: ‘ট্রেনের নীচে আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না!’ ঘটনাস্থলে দাঁড়িয়ে অসহায় উক্তি ওড়িশার ডিজি-র

Last Updated:

ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: ‘সারাজীবনে এত মৃতদেহ দেখিনি!’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওড়িশা পুলিশের ডিজি (দমকল) বললেন, ‘‘আমরা দুঃখিত, এত মৃতদেহ একসঙ্গে দেখার অভিজ্ঞতা তো ছিল না৷ আমরা চেষ্টা করছি..’’৷ এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে ওড়িশার ডিজি (দমকল) সুধাংশু সারঙ্গি জানান, রেল ট্র্যাক থেকে ট্রেনের কামরাগুলি সরানোর জন্য একটি ক্রেন আনা হয়েছে৷ সব কিছু ঠিকঠাক চললে আজ রাতের মধ্যেই সব কিছু সরিয়ে ফেলা হবে৷
advertisement

ডিজি জানান, এর আগেও রেলের কামরাগুলি তোলার জন্য ২-৩টে ক্রেন আনা হয়েছিল৷ কিন্তু, সেগুলি দিয়ে বগিগুলি সরানো যায়নি৷ তারপরে আরও একটি ক্রেন আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷

আরও পড়ুন: ‘চতুর্দিকে পড়েছিল লাশ, চাপ চাপ রক্ত’, চোখ বন্ধ করলেই শুক্রবারের ভয়ঙ্কর স্মৃতি, কী বললেন কলকাতার দম্পতি

advertisement

এই ক্রেন দিয়ে বগিগুলি তুলে দেখা হবে, সেখানে কেউ আটকে রয়েছেন কি না৷ কিন্তু একথা বলার পরেই সুধাংশুর মন্তব্য, ‘‘আমাদের মনে হয় না ওই বগিগুলির নীচে কেউ বেঁচে আছে বলে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ইতিমধ্যেই ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত প্রায় ৯০০ জন৷ নিখোঁজ বহু৷ ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express accident Update: ‘ট্রেনের নীচে আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না!’ ঘটনাস্থলে দাঁড়িয়ে অসহায় উক্তি ওড়িশার ডিজি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল