TRENDING:

Odisha Horror: প্রেমিককে বেঁধে রাখা হল দড়ি দিয়ে, ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ!

Last Updated:

প্রেমিকের হাত-পা বেধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনার এখনও পর্যন্ত ৮ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালপুর, ওড়িশা: ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা! বয়ফ্রেন্ডের সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ প্রেমিকের হাত-পা বেঁধে রেখে তাঁর চোখের সামনেই ঘটল এই নারকীয় ঘটনা ৷ পুলিশ এখনও পর্যন্ত ৮ জন অভিযুক্তকে আটক করেছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে আরও ২ জন ছিল ৷ তাদের খোঁজ চলছে ৷
ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! (Representative Image/X)
ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! (Representative Image/X)
advertisement

আরও পড়ুন– গোটা রাজ্যেই ঢুকে পড়েছে বর্ষা, কয়েকটি জেলায় আগামী ক’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল গঞ্জাম জেলার এই গোপালপুর সমুদ্রসৈকত। বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এ বার সেই গোপালপুর সৈকতেই এক কলেজপড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে হুলস্থুল পড়ে গিয়েছে ওড়িশায়। ইতিমধ্যেই ৮ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাভানা জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলেছে।

advertisement

আরও পড়ুন– বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য, ই-প্রেসক্রিপশন থেকে প্রতিদিন চার্ট প্রকাশ, নয়া বিলে একগুচ্ছ সংশোধনী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা নিয়েছে, রবিবার সন্ধ্যায় স্নাতক স্তরের পড়ুয়া ২০ বছর বয়সী ওই যুবতী ও তাঁর প্রেমিক গঞ্জাম জেলায় রাজা উৎসবে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে তাঁরা দু’জন মিলে গোপালপুর সমুদ্র সৈকতে যান। অভিযোগ, সেখানেই তাঁদের একা পেয়ে ধাওয়া করে ১০ জন যুবক। এরপর যুবতীকে টানাটানি শুরু করে তাঁদের মধ্যে কয়েকজন। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর প্রেমিককে। পরে দড়ি দিয়ে প্রেমিকের হাত-পা বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করা হয় প্রেমিকাকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Horror: প্রেমিককে বেঁধে রাখা হল দড়ি দিয়ে, ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল