আরও পড়ুন– গোটা রাজ্যেই ঢুকে পড়েছে বর্ষা, কয়েকটি জেলায় আগামী ক’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
ওড়িশার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল গঞ্জাম জেলার এই গোপালপুর সমুদ্রসৈকত। বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এ বার সেই গোপালপুর সৈকতেই এক কলেজপড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে হুলস্থুল পড়ে গিয়েছে ওড়িশায়। ইতিমধ্যেই ৮ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাভানা জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলেছে।
advertisement
জানা নিয়েছে, রবিবার সন্ধ্যায় স্নাতক স্তরের পড়ুয়া ২০ বছর বয়সী ওই যুবতী ও তাঁর প্রেমিক গঞ্জাম জেলায় রাজা উৎসবে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে তাঁরা দু’জন মিলে গোপালপুর সমুদ্র সৈকতে যান। অভিযোগ, সেখানেই তাঁদের একা পেয়ে ধাওয়া করে ১০ জন যুবক। এরপর যুবতীকে টানাটানি শুরু করে তাঁদের মধ্যে কয়েকজন। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর প্রেমিককে। পরে দড়ি দিয়ে প্রেমিকের হাত-পা বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করা হয় প্রেমিকাকে।