TRENDING:

Odisha Accident: আনন্দ উৎসবে শোকের পরিবেশ, বিয়েবাড়ির অতিথিদের বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে নিহত ১২, আহত ২০

Last Updated:

Odisha Accident: দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর : রবিবার রাতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ২০ জন আহত হলেন ওড়িশার ভুবনেশ্বরে৷ গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ পুলিশের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বর যাচ্ছিল৷ পথে সরকারি বাসের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ এবং দমকলকর্মীরা৷ তাঁদের উদ্যোগে আহতদের ভর্তি করা হয়েছে বেরহামপুর এমকেসিজি হাসপাতালে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷
advertisement

একই ধরনের দুর্ঘটনায় চলতি বছর ফেব্রুয়ারিতে অন্তত ১৪ জন প্রাণ হারান মধ্যপ্রদেশের রেওয়া সাতনা সীমান্তে৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই ট্রাক৷ দুর্ঘটনার অভিঘাতে ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ৬০ জন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন থেকে ট্রাকের ধাক্কায় একটি বাস গড়িয়ে নয়ানজুলিতে পড়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বন৷ দুর্ঘটনায় গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করা হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Accident: আনন্দ উৎসবে শোকের পরিবেশ, বিয়েবাড়ির অতিথিদের বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে নিহত ১২, আহত ২০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল