TRENDING:

আধার কার্ড আপডেট নিয়ে UIDAI এর নতুন নির্দেশ

Last Updated:

UIDAI এর তরফে সোমবার জানানো হয়েছে, CSC-র মাধ্যমে আধার আপডেট করা যেতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আধার আপডেট করতে পারবেন আরও সহজে ৷ সম্প্রতি সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এবার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে আপডেট করাতে পারবেন ৷ UIDAI প্রায় ২০ হাজার কমন সার্ভিস সেন্টারকে আধার আপডেট করার অনুমতি দিয়েছে ৷ এর আগে ব্যাঙ্কিং correspondent এর মাধ্যমে করা হত ৷ এই সমস্ত সেন্টারে আধার আপডেটের সিস্টেম তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷
advertisement

UIDAI এর তরফে সোমবার জানানো হয়েছে, CSC-র মাধ্যমে আধার আপডেট করা যেতে পারে ৷ CSC-র সিইও-কে UIDAI-র তরফে চিঠিতে জানানো হয়েছে যে Demographic Data Update in Aadhaar এর অনুমতি দেওয়া হয়েছে ৷ সেন্টারের সঞ্চালক ও আধার ব্যবহারকারীর পরিচয় ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মণির মাধ্যমে করা হবে ৷

UIDAI জানিয়েছে এর জন্য জুনের শেষে সিস্টেম তৈরি হয়ে যাবে ৷ CSC থেকে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করা যাবে ৷ পাশাপাশি ঠিকানাও আপডেট করা যাবে ৷ এর জন্য সেন্টার সঞ্চালককে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জমা দিতে হবে, যা তিন মাসের বেশি পুরনো হলে চলবে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন যে CSC-কে UIDAI এর নির্দেশ মেনে কাজ করতে হবে ৷ তিনি আরও বলেন এর জন্য গ্রামীণ এলাকায় নাগরিকরা বাড়ির কাছে আধার সেবা পাবেন এবার সহজেই ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আধার কার্ড আপডেট নিয়ে UIDAI এর নতুন নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল