TRENDING:

পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO

Last Updated:

পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য সুখবর ৷ পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করল রিটায়ারমেন্ট ফাণ্ড ম্যানেজার, এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ পেনশন, বীমা এবং পিএফ-এর টাকা তোলার আবেদনের নিষ্পত্তির সময়সীমা ২০ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হল ৷
advertisement

পিএফের টাকা তুলতে প্রচুর হ্যাপা ৷ গন্ডাখানেক ফর্ম ফিলআপ করো ৷ তারপর সেটা জমা দেওয়ার জন্য লম্বা লাইনের পিছনে দাঁড়াও ৷ তারপর লম্বা সময়ের অপেক্ষা ৷ তারপরই পিএফের টাকা পৌঁছবে আপনার অ্যাকাউন্টে ৷ সেই দিন এবার ফুরোল বলে ৷

২০১৫ সালে জুলাই মাসে পিএফ-এর টাকা প্রত্যাহার সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মনীতিতে বহু পরিবর্তন আনে EPFO ৷ সেসময়ই নয়া নীতি অনুসারে EPFO জানায়, আবেদনের ২০ দিনের মধ্যেই পেনশন হোক বা ইনসিওরেন্স ক্লেম, পিএফের টাকা প্রত্যাহারের আবেদনের ২০ দিনের মধ্যেই গ্রাহকের আর্জির নিষ্পত্তি করা হবে ৷ আর্জি অনুমোদনের সেই সময়সীমা আরও কমিয়ে ১০ দিন করল EPFO ৷ এই সংস্থার চার কোটি গ্রাহককে সুষ্ঠু পরিসেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ৷

advertisement

আরও পড়ুন

এবার যখন খুশি তুলুন পিএফের টাকা

চলতি বছরের পয়লা মে নতুন একটি পরিষেবা শুরু করেছে EPFO ৷ এবার থেকে অনলাইনেও তোলা যাবে পিএফের টাকা ৷ অনলাইনেই পিএফের টাকা প্রত্যাহারের আবেদন নিষ্পত্তির জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার নম্বরকে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে ৷ বেঙ্গালুরুতে এই EPFO-এর এই নতুন নিয়ম সম্পর্কে ঘোষণা করেন শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ৷

advertisement

এবার আবেদন জমা দেওয়ার ১০ দিনের মধ্যে টাকা পাবেন আবেদনকারীরা। কিন্তু এই ব্যবস্থা পাল্টাতে চাইছে ইপিএফও। সংস্থার লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির নিষ্পত্তি করার। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ইপিএফও বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সম্প্রতি ইপিএফ ফাণ্ড থেকে টাকা তোলার নিয়ম অনেক শিথিল করেছে EPFO ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পিএফের টাকা তোলার নিয়মে পরিবর্তন আনল EPFO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল