ভূস্বর্গ ভাগ। জম্মু-কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দিল্লির মতো জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। লাদাখে তা থাকবে না। কেন্দ্রের নয়া সিদ্ধান্তে ভারতের মানচিত্রে ২৯ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় জুড়ল নয়া দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ৷ ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়াল ৯ ৷ এতদিন কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় নাম ছিল- দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরী ৷
advertisement
জম্মু-কাশ্মীর রাজ্য এবার দুই ভাগে ভাগ ৷ জম্মু-কাশ্মীর এবং লাদাখ নয়া কেন্দ্রশাসিত অঞ্চল ৷ এর জেরে কাশ্মীর থেকে কার্গিল জুড়ল লাদাখে ৷ তবে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তফাত রয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে থাকবে বিধানসভা ৷ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে তা থাকবে না। তবে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই সাংবিধানিক প্রধান হিসেবে থাকবেন উপরাজ্যপাল ৷বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এখন দুই। পুদুচেরি এবং দিল্লি। বিধানসভা নেই এমন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পাঁচটি- চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷