এই টেস্ট কিটটির নাম কোভিসেল্ফ, পুণের MY LAB DISCOVERY SOLUTION LTD এটা তৈরি করেছে ৷ বাজারে টেস্ট কিটটির দাম ২৫০ টাকা। ঘরে বসে করোনার টেস্টের জন্য এটি দেশের প্রথম টেস্টিং কিট। ICMR এর তরফে জানানো হয়েছে, কেবল যাঁদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে এবং যে ব্যক্তিরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন কেবল তাঁরাই এই টেস্ট করাবেন ৷ এই টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁদের করোনা আক্রান্ত মনে করা হবে এবং আর দ্বিতীয় টেস্ট করার দরকার পড়বে না ৷ এই টেস্টে নেগেটিভ রিপোর্ট এলে শীঘ্রই সেই ব্যক্তিদের আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
মাই ল্যাবের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, যে প্রত্যেক সপ্তাহে ৭০ লক্ষ করে টেস্ট কিট তৈরির ক্ষমতা রয়েছে এখন মাই ল্যাব ডিসকভারি সলিউশনের যেটা জুনের প্রথমদিকে বেড়ে ১ কোটি টেস্ট কিটে পৌঁছে যাবে। কোনও প্রেসক্রিপশন ছাড়াই এই কিট ব্যবহার করা যাবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মোকাবিলা করার জন্য টেস্টিং আরও বাড়াতে হবে ৷ তাই এই সিদ্ধান্ত ৷
আগামী ২-৩ দিন থেকেই এই টেস্টিং কিট বাজারে পাওয়া যাবে ৷ ইতিমধ্যেই, পুনের ডায়গনস্টিক ফার্ম এই কোভিশেল্ফের শিপিং শুরু করে দিয়েছে। দেখে নিন কীভাবে এই কিট কাজ করবে এবং কী করে ব্যবহার করতে হবে ৷
কী ভাবে করবেন করোনা পরীক্ষা-
স্টেপ ১- সোয়াব প্যাকেট নীচের দিক থেকে খুলতে হবে ৷ সোয়াবের উপরের অংশ ধরবেন না ৷
স্টেপ ২- নাক থেকে স্যাম্পেল নেওয়ার পর একটি টিউব যেটা আগে থেকে ভর্তি রয়েছে তাতে ডোবাতে হবে ৷ টিউবের মধে নাকের সোয়াব ১০ বার ঘোরাতে হবে যাতে এটা সুনিশ্চিত করা যায় যে সোয়াব টিউবের বফারে ভালো করে ডুবে রয়েছে ৷
স্টেপ ৩- টেস্ট ডিভাইস খোলার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ৷ এরপর টিউবে থাকা লিক্যুইড টেস্ট ডিভাইসের উপরে রেখে ১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন রিপোর্ট আসার ৷ ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ করোনায় আক্রান্ত হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট চলে আসবে ৷ নেগেটিভ টেস্ট দেখার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হবে ৷
স্টেপ ৪- টেস্টের রিপোর্টের ছবি আপনার ফোনে তুলে মাইল্যাব কোভিসেল্ফ মোবাইল অ্যাপে বিস্তারিত রিপোর্ট পেয়ে যাবেন ৷