সাধারণত স্নিফার ডগদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বিস্ফোরক বা ড্রাগস খুঁজে বার করার জন্য ৷ নিরাপত্তা বাহিনীরা বিভিন্ন রকম অপরাধীদের ধরতে ব্যবহার করে থাকেন ৷ কিন্তু এবার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররা বনদফতরের আধিকারিকদের সাহায্য করবে বন্যপ্রানীদের চোরাশিকারীদের কাছে রক্ষা করতে ৷
সূত্রের খবর, চারটি বেলজিয়ান সেফার্ডসকে ট্রেনিং দিয়েছে ভোপাল পুলিশ ডগ ট্রেনিং স্কুল ৷ অপরাধীরা যারা বনে প্রবেশ করবে তাদের কী ভাবে ধরতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ বেলজিয়ান সেফার্ডস সাধারণত ভিষণ বিদ্ধমান ও সংবেদনশীল হয়ে থাকে ৷
advertisement
২০১০ পর্যন্ত মধ্যপ্রদেশ ছিল ‘টাইগার স্টেট’ ৷ কিন্তু ২০১২ সালে সেখানে ৩৯টি বাঘের মৃত্যু হয় ৷ এরপর টাইগার স্টেটের মুকুটটি হাত ছাড়া হয়ে যায় ৷ এরপর তা চলে যায় কর্ণাটকের কাছে ৷
সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে মধ্যপ্রদেশে ৩৯৭টি বাঘ রয়েছে ৷