TRENDING:

বিমানে উঠতে এবার শুধু দরকার মোবাইল আর আধার

Last Updated:

শীঘ্রই পেপারলেস হতে চলেছে বিমান সফর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একহাতে টিকিট সঙ্গে সরকারি পরিচয়পত্র, অন্য হাতে লাগেজ ৷ তার উপর বোর্ডিং পাস সামলানোর হ্যাপা ৷ সব মিলিয়ে বিমান সফরের শুরুতেই নাজেহাল অবস্থা ৷ অচিরেই এমন চিত্র বদলাতে চলেছে কেন্দ্র ৷
advertisement

শীঘ্রই পেপারলেস হতে চলেছে বিমান সফর ৷ টাকা লেনদেনের মতো এবার ডিজিটাইজেশনের পথে হাঁটতে চলেছে বিমান পরিষেবা ৷ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, অদূর ভবিষ্যতে বিমান টিকিট বুকিংয়ের মতো বোর্ডিং পাস ও নিরাপত্তা বিষয়ক সমস্ত কাজই ডিজিট্যাল প্রক্রিয়ার আওতায় আনা হবে ৷

নয়া পন্থায় বিমানের টিকিট বুকিং, বোর্ডিং ও সিকিউরিটি সবই হবে ডিজিট্যাল প্রক্রিয়ায় ৷ প্রযুক্তির সহায়তায় আধার নম্বর, পাসপোর্টের মাধ্যমে যাত্রীকে চিহ্নিত করবে সিস্টেম ৷ তাই বাড়তি কোনও কাগজপত্র নিয়ে ঘোরার ঝক্কির দিন শেষ ৷

advertisement

আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মন্ত্রকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমান সফরের জন্য এবার থেকে শুধু দরকার একটি স্মার্টফোন ও আধার নম্বর ৷ ফোনের মাধ্যমেই বিমানের টিকিট বুকিং থেকে এয়ারপোর্ট আসার জন্য কার সহ বোর্ডিং পাস, সিকিওরিটি ডিটেলস, বিমান সফর শেষে বাড়ি ফেরার গাড়ি ধরা সবই সম্ভব ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে উঠতে এবার শুধু দরকার মোবাইল আর আধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল