হরিয়াণার গায়িকা হর্ষিতা দাহিয়ার খুনে অভিযুক্ত গ্যাংস্টার জিতেন্দ্র মান ওরফে গোগিকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল তার গ্যাংয়ের সদস্যরা। কুলদীপ ওরফে ফজ্জা নামের আরেক গ্যাংস্টারকেও তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে। হাসাতাল চত্বরে এদিন পুলিস ও গুণ্ডাদের মধ্যে গুলির লড়াই চলে। পুলিসের গুলিতে রবি নামের এক দুষ্কৃতি খতম হয়েছে। অবিনাশ নামের আরেক দুষ্কৃতি ঘায়েল হয়েছে। দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয়েছিল দুপক্ষের গুলির লড়াই। শেষমেশ অবশ্য সঙ্গীকে ছাড়িয়ে নিয়ে যেতে সফল হয়েছে গ্যাংয়ের বাকি সদস্যরা।
advertisement
কুলদীপকে এদিন মেডিকেল চেক-আপের জন্য জিটিবি হাসপাতালে নিয়ে এসেছিল পুলিস। সেই সময় গ্যাংয়ের কয়েকজন এসে পাহারায় থাকা পুলিসদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এর পর কুলদীপকে নিয়ে হাসপাতালের সাত নম্বর গেটের দিকে ছুট লাগায় তারা। তার পর হাসপাতালের বাইরে দাঁড়ানো এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করে ফেরার হয় তারা। পুলিস দুষ্কৃতিদের তাড়া করেছিল। ফায়ারিং-এ রবি নামের এক দুষ্কৃতি মারা পড়ে। পুলিসের তরফে জানানো হয়েছে, সাত থেকে আটজনের একটি দল কুলদীপকে ছাড়িয়ে নিয়ে যেতে হামলা চালিয়েছিল। পুলিস তাঁদের খোঁজে দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।