TRENDING:

এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি ? দেখে নিন কী করবেন

Last Updated:

আধার ও প্যান লিঙ্ক করার শেষদিন এখনও স্প্ষ্ট ভাবে জানানো হয়নি কেন্দ্রের তরফে ৷ তাই আপনার হাতে আপাতত এখন সময় রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রে নির্দেশ অনুযায়ী পয়লা জুলাইয়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যাদের কাছে আধার ও প্যান দুটি কার্ডই রয়েছে তাদের ক্ষেত্রে লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ এটা না করলে আর আইটি রিটার্ন দেওয়া যাবে না ৷ এমনকি বাতিলও হয়ে যেতে পারে প্যান কার্ড ৷ এর জেরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ প্যান ও আধার লিঙ্ক করার জন্য তাদের মধ্যে হিড়িক পড়ে যায় ৷ সাইটে বেশি চাপ পড়ায় শেষ দিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা করা যায়নি অনেকের ক্ষেত্রে ৷ ফলে অনেকেই যারা লিঙ্ক করতে পারেননি তারা আতঙ্কে ভুগছেন ৷
advertisement

তবে চিন্তা করার কোনও কারণ নেই ৷ আধার ও প্যান লিঙ্ক করার শেষদিন এখনও স্প্ষ্ট ভাবে জানানো হয়নি কেন্দ্রের তরফে ৷ তাই আপনার হাতে আপাতত এখন সময় রয়েছে ৷ অযথা চিন্তা করার দরকার নেই ৷ এখনও আপনি সংশ্লিষ্ট সাইটে গিয়ে সহজেই প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷

আইটি রির্টানের পাশাপাশি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড ৷ এখনও পর্যন্ত প্রায় ২.১৬ কোটি আধারের সঙ্গে প্যান যোগ করা হয়েছে ৷

advertisement

আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে আইটি রিটার্ন দিতে হয় না বলে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করার দরকার নেই তাহলে অত্যন্ত বড় একটি ভুল করছেন ৷ যদি আপনার কাছে প্যান কার্ড ও আধার দুই থাকে তাহলে তাদের লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ আপনি যদি আয়করের আওতায় নাও আসেন সেক্ষেত্রেও আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক ৷

advertisement

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই লিঙ্কে ক্লিক করে সাধারণ মানুষ খুব সহজেই লিঙ্ক করতে পারবেন আধারের সঙ্গে প্যান কার্ড ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি ? দেখে নিন কী করবেন