তবে চিন্তা করার কোনও কারণ নেই ৷ আধার ও প্যান লিঙ্ক করার শেষদিন এখনও স্প্ষ্ট ভাবে জানানো হয়নি কেন্দ্রের তরফে ৷ তাই আপনার হাতে আপাতত এখন সময় রয়েছে ৷ অযথা চিন্তা করার দরকার নেই ৷ এখনও আপনি সংশ্লিষ্ট সাইটে গিয়ে সহজেই প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷
আইটি রির্টানের পাশাপাশি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড ৷ এখনও পর্যন্ত প্রায় ২.১৬ কোটি আধারের সঙ্গে প্যান যোগ করা হয়েছে ৷
advertisement
আপনি যদি ভেবে থাকেন যে আপনাকে আইটি রিটার্ন দিতে হয় না বলে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করার দরকার নেই তাহলে অত্যন্ত বড় একটি ভুল করছেন ৷ যদি আপনার কাছে প্যান কার্ড ও আধার দুই থাকে তাহলে তাদের লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ আপনি যদি আয়করের আওতায় নাও আসেন সেক্ষেত্রেও আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক ৷
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html
এই লিঙ্কে ক্লিক করে সাধারণ মানুষ খুব সহজেই লিঙ্ক করতে পারবেন আধারের সঙ্গে প্যান কার্ড ৷