উত্তর কোরিয়ার প্রশাসন সূত্রে খবর, রবিবার ভারতীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণ করা, কোয়াংমায়োংসং-৪ নামের এই স্যাটেলাইটটি মাত্র ৯ মিনিট ৪৬ সেকেণ্ড সময়েই কক্ষপথে স্থাপন করা হয় ৷ আগামীদিনে এরকম আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া ৷ রবিবার রাষ্ট্রসংঘের প্রতিশ্রতি ভেঙে এই ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ ঘটিয়েছে কোরিয়া ৷ আন্তর্জাতিক মহল আগে থেকেই গত মাসের হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য পিয়ংইয়ংয়ের শাস্তির সুপারিশ করেছে ৷ তাঁর মধ্যে রবিবারের এই উৎক্ষেপণ ৷ এই পরীক্ষার তীব্র নিন্দা করেছে রাশিয়া, খুশি নয় চিনও ৷ হোয়াইট হাউসের মতে এই ঘটনা আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করছে ৷ এই ঘটনার পর রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে ৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুন মন্তব্য করেছেন, ‘প্ররোচনামূলক পদক্ষেপ থামাক উঃ কোরিয়া’ ৷ আমেরিকার সেক্রেটারি অফ স্টেট জন কেরি বলেছেন, ‘রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্তসমূহের উল্টো পথে হেঁটে এই কাজ করেছে উত্তর কোরিয়া। এই নিয়ে পরপর দু’বার উস্কানিমূলক আচরণ করল উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্রের পরীক্ষানিরীক্ষা কোরীয় অঞ্চল-সহ সামগ্রিকভাবে বিশ্বের শান্তি ভঙ্গ করবে।’ অন্যদিকে, দক্ষিণ কোরিয়া প্রশাসন সূত্রে খবর, উত্তর কোরিয়ার দীর্ঘ পরিসীমার শক্তিশালী ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ৷
advertisement