আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় বদলে যাবে আবহাওয়ার খেলা! ঝেঁপে বৃষ্টির সঙ্গেই গরম, রেহাই পেতে আরও অপেক্ষা, ওয়েদার আপডেট
সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলাগুন) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক সোমবার ১৩.৫০ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৩০ ঘণ্টায় নাহরলাগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলাগুন-শিলচর) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার ১০.০০ ঘণ্টায় নাহরলাগুন থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৪০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটি বদরপুর, লামডিং, ডিমাপুর, ফরকাটিং, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি ও নর্থ লখিমপুর স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশ্যাল ট্রেনটিতে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার ও স্লিপার ক্লাস-সহ মোট ২০টি কোচ থাকবে।
advertisement
অন্য আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ১৯.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক শুক্রবার ১৩.১৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৩৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। স্পেশাল ট্রেনটি ধর্মনগর, বদরপুর, লামডিং ও চাপরমুখ জং. স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশ্যাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সেকেন্ড ক্লাস-সহ মোট ২১টি কোচ থাকবে।