TRENDING:

Breastfeeding Kiosks: ব্রেস্ট ফিডিং কিয়স্ক এবার রেলের একাধিক স্টেশনে, সন্তান নিয়ে আর বিপদে পড়বেন না মায়েরা

Last Updated:

Breastfeeding Kiosks: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে পালন করা হল বিশ্ব স্তন্যপান সপ্তাহ। এই উপলক্ষে রঙিয়া রেলওয়ে স্টেশনে একটি ব্রেস্ট ফিডিং কিওস্ক খোলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। রঙিয়া রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কিওস্ক স্থাপন। উত্তর পূর্ব ভারতের রেলওয়ের একটা বড় অংশ যাতায়াত করে রেলপথে। এর একটা বড় অংশ আবার দুর্গম এলাকার মধ্যে দিয়ে। ফলে এই অংশের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে সেখানে আধুনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সব পরিষেবা যাতে মানুষ পান, সেটাও দেখা হচ্ছে। যার ফলশ্রুতিতে ফিডিং কিয়স্ক চালু করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে পালন করা হল বিশ্ব স্তন্যপান সপ্তাহ
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে পালন করা হল বিশ্ব স্তন্যপান সপ্তাহ
advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে পালন করা হল বিশ্ব স্তন্যপান সপ্তাহ। এই উপলক্ষে রঙিয়া রেলওয়ে স্টেশনে একটি ব্রেস্ট ফিডিং কিওস্ক খোলা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সক্রিয় সহযোহিতায় রোটারি ক্লাব অফ গুয়াহাটি আইকনের পক্ষ থেকে এই কিওস্কটি স্থাপন করা হয়। গত বছরে এই উপলক্ষে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে একই ধরনের একটি ব্রেস্ট ফিডিং কিওস্ক খোলা হয়েছিল। সঙ্গে বাচ্চা থাকা মহিলা রেলযাত্রীরা এই ব্রেস্টফিডিং কিওস্ক থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন।

advertisement

এই কিওস্কে নিরাপদ পরিবেশ ও নিশ্চিত গোপনীয়তার মধ্যে মায়েরা নিজেদের বাচ্চাদের স্তন্যপান করাতে সুবিধা প্রদান করবে। এর পাশাপাশি জনগণের সচেতনতার জন্য মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও এর উপকার সম্পর্কিত একাধিক বার্তা দিয়ে কিওস্কটি সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশ্ব স্তন্যপান সপ্তাহের সঙ্গে সম্পর্কযুক্ত সচেতনতা কর্মসূচি মালিগাঁওস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কেন্দ্রীয় চিকিৎসালয়ে অনুষ্ঠিত হয়। বুকের দুধ পান করানোর গুরুত্ব ও সুবিধা সম্পর্কে ভাষণ দেন বরিষ্ঠ চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন: ৩৮ বছরের অপেক্ষার অবসান! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের

কর্মরত অভিভাবকদের জন্য স্তন্যপান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে নার্সিং পড়ুয়াদের দ্বারা নাটক আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এক বৃহৎ সংখ্যক রেলওয়ে হিতাধিকারী অংশগ্রহণ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রেলওয়ে স্টেশনে এই ধরনের রুম নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ধীরে ধীরে সব গুরুত্বপূর্ণ স্টেশনেই এটা চালু করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Breastfeeding Kiosks: ব্রেস্ট ফিডিং কিয়স্ক এবার রেলের একাধিক স্টেশনে, সন্তান নিয়ে আর বিপদে পড়বেন না মায়েরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল