এদিন কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সামনেই আরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুনে গুনে কয়েক মাস বাদেই সারা দেশে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের দুটি আসনে নিজেদের মতাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
advertisement
আরও পড়ুন: ‘পায়ে সংক্রমণ…!’ পুজো সম্ভবত বাড়িতেই কাটাবেন মমতা! কার্নিভালেই দেখবেন ঠাকুর
পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা এই দুটি আসনেই বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংসদগণ রয়েছেন। কিন্তু এই দুটি আসনে গত ২০১৯ লোকসভা ভোটের চাইতেও এবার আরও অধিক ভোটে জয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রদেশ বিজেপি। মূলত, সেই লক্ষ্য নিয়েই লোকসভা ভোটের অনেক আগে থেকেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: হু হু করে করে কমবে ওজন…! ১ মাস ঠিক ‘এইভাবেই’ খান ইসবগুলের ভুসি
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দুজনেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কয়েক দফায় সংগঠনিক সভা ও বৈঠক সেরে নিয়েছেন। এই অবস্থায় ফের একবার গোমতী জেলায় দলের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের নিয়ে আলোচনায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী। আর এই আলোচনার নির্যাস থাকছে – কী ভাবে আরও মানুষের কাছে পৌঁছনো যায়, তাঁদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা যায় এবং তাঁদের সমর্থন আদায় করা যায়।
বিশেষ করে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সুবাদে তৃণমূল স্তরের মানুষের সঙ্গেই তাঁদের মেলামেশার অন্যতম সুযোগ রয়েছে। সেখানে প্রত্যেক পরিবারের রান্নাঘর পর্যন্ত যাওয়ার অবাধ সুবিধা রয়েছে। এই বিষয়টি কী ভাবে আরও গতিশীল করা যায় তা নিয়ে গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এজন্য মানুষের বিপদে পাশে থাকার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, “মানুষের সার্বিক কল্যাণে খুবই আন্তরিক ভারতীয় জনতা পার্টি। তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে বিশেষ গুরুত্ব মুখ্যমন্ত্রী মাণিক সাহার।”