TRENDING:

Noida Twin Towers Demolition: ধুলোর মেঘে অন্ধকার! বিস্ফোরণে ৯ সেকেন্ডে ধূলিস্যাৎ নয়ডার টুইন টাওয়ার!

Last Updated:

Noida Twin Towers: প্রায় ৫৫,০০০ টন ধ্বংসাবশেষ তৈরি হবে এবং এটি পরিষ্কার করতে তিন মাসের মতো সময় লাগতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কয়েক সেকেন্ডে ধূলিস্যাৎ নয়ডা টুইন টাওয়ার! রবিবার দুপুর ঠিক ২.৩০ টেয় প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল নয়ডার সুপারটেক টুইন টাওয়ার। সেক্টর 93A-এর সুপারটেক এমেরাল্ড কোর্টের বাসিন্দা এবং এই দু’টি টাওয়ারের মধ্যে নয় বছরের আইনি লড়াইয়ে এই রায়ই দিয়েছিল শীর্ষ আদালত৷ অ্যাপেক্স টাওয়ারের উচ্চতা ছিল ১০৩ মিটার, সিয়ানের উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলল এডিফিস ইঞ্জিনিয়ারিং। এই কাজটি সম্পন্ন করতে এডিফিস ইঞ্জিনিয়ারিং দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞদের সঙ্গে চুক্তি করেছে।
পিলারের প্রায় ৭,০০০ গর্তে ৩,৭০০ কেজি বিস্ফোরক ঢোকানো ছিল
পিলারের প্রায় ৭,০০০ গর্তে ৩,৭০০ কেজি বিস্ফোরক ঢোকানো ছিল
advertisement

প্রকল্প প্রকৌশলীরা জানিয়েছিলেন, ৯ সেকেন্ডে একেবারে গুঁড়িয়ে যাবে এই বিশাল বিল্ডিং। বাতাসের গতির উপর নির্ভর করে ধুলো স্থির হতে প্রায় ১২ মিনিট সময় লাগবে। প্রায় ৫৫,০০০ টন ধ্বংসাবশেষ তৈরি হবে এবং এটি পরিষ্কার করতে তিন মাসের মতো সময় লাগতে পারে। ধ্বংসাবশেষ নির্দিষ্ট এলাকায় জমানো হবে।

ধ্বংস হল টুইন টাওয়ার

advertisement

বিস্ফোরণটি কয়েক সেকেন্ডের জন্য ৩০-মিটার ব্যাসার্ধে কম্পন সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এই কম্পনের মাত্রা প্রতি সেকেন্ডে প্রায় ৩০ মিমি হতে পারে, রিখটার স্কেলে ০.৪ পরিমাপের ভূমিকম্পের মতো। নয়ডার পরিকাকাঠামো রিখটার স্কেলে ৬ মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহ্য করার জন্য তৈরি করা হয়েছে, কর্মকর্তারা বলছেন।

পিলারের প্রায় ৭,০০০ গর্তে ৩,৭০০ কেজি বিস্ফোরক ঢোকানো হয়েছিল। ২ মিটার করে লম্বা ছিল এই গর্তগুলি। মানে ১৪ কিমি গর্তে বিস্ফোরক ভরা। সবটাকে একত্রিত করতে, ২০,০০০ সার্কিট বসানো হয়। এমনভাবে বিস্ফোরণটি ঘটেছে যে সুবিশাল টাওয়ারগুলি সোজা নীচে পড়ে গিয়েছে— একে ‘জলপ্রপাত কৌশল’ বলে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Noida Twin Towers Demolition: ধুলোর মেঘে অন্ধকার! বিস্ফোরণে ৯ সেকেন্ডে ধূলিস্যাৎ নয়ডার টুইন টাওয়ার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল