উচ্চতার নিরিখে কুতুব মিনারকেও ছাপিয়ে গিয়েছিল ৪০-তলবিশিষ্ট দুটি টাওয়ার- অ্যাপেক্স এবং সিয়ান। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের কাছেই নয়ডার সেক্টর ৯৩এ-তে প্রায় সাড়ে সাত লক্ষ বর্গফুট এলাকা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন আকাশ ছুঁয়েছিল ওই ট্যুইন টাওয়ার। উত্তরপ্রদেশের নয়ডার সুপারটেকের এমারেল্ড প্রোজেক্টের অধীনে তৈরি এই ট্যুইন টাওয়ারে রয়েছে ৯০০টিরও বেশি ফ্ল্যাট।
advertisement
আরও পড়ুন: শাশ্বত চট্টোপাধ্যায় এবার ভানুর চরিত্রে, অপেক্ষা 'যমালয়ে জীবন্ত ভানু'-র
কিন্তু কেন এই এত দামি প্রকল্প গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? সংবাদমাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্টই ওই ট্যুইন টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ পর্যালোচনা করে তারা দেখেছে যে, নিয়ম মেনে ট্যুইন টাওয়ার তৈরি করা হয়নি।
আরও পড়ুন: সবাই এক সময়ের বলিউড কাঁপানো শিশুশিল্পী, এখন তাঁরা কেমন দেখতে? দেখলে চমকে যাবেন
কিন্তু কীভাবে ভাঙা হবে এই দুই টাওয়ার? এই দায়িত্ব পেয়েছে মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং এবং তাদের দক্ষিণ আফ্রিকার অংশীদার ফার্ম জেট ডিমোলিশনস। সূত্রের খবর, ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে ভরা হবে বহুতলে। তার পর বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে ওই টাওয়ার। আর এই আকাশছোঁয়া বহুতল ভাঙতে মাত্র ১৫ সেকেন্ড সময় লাগবে। এডিফিস ইঞ্জিনিয়ারিং ফার্মের উৎকর্ষ মেহতা জানিয়েছেন যে, সব বিস্ফোরক ধারাবাহিক ভাবে বিস্ফোরিত হতে মাত্র ৯ থেকে ১০ সেকেন্ড সময় লাগবে। আর জোরালো বিস্ফোরণের জেরে এলাকায় প্রচণ্ড শব্দও হবে। বিস্ফোরণের পরেই এক বারে পুরো বহুতল ভেঙে পড়বে না। এর জন্য আরও ৪ থেকে ৫ সেকেন্ড সময় লাগবে।