২০১৬ সালে যেমন জেএনইউ-তে রাষ্ট্রদ্রোহী বিতর্ক নিয়ে আন্দোলন হয়েছিল, তেমনই একটি আন্দোলন জেএনইউ-তে হয়েছিল ১৯৮৩ সালে৷ অভিজিত্ বন্দ্যোপাধ্যায় তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ সেই তীব্র আন্দোলনে সামিল হয়েছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদও৷ সে দিন জেএনইউ-এর উপাচার্যকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করেছিলেন ছাত্ররা৷ ছাত্রদের অভিযোগ ছিল, ছাত্র সংসদের সভাপতিকে অনৈতিক ভাবে অপসারণ করা হয়েছে৷
advertisement
অভিজিত্ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বন্ধুদের গ্রেফতার করে পুলিশ৷ ঢুকিয়ে দেয় তিহার জেলে৷ তারপর শুরু করে মার৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিজিত্ বলেন, 'আমাদের পুলিশ মারে৷ তিহার জেলে রাখে৷ আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার চার্জ ছিল না৷ তবে খুনের চেষ্টা-সহ একাধিক মামলা দায়ের করা হয়৷ ভগবানের কৃপায়, পরে অবশ্য সেই চার্জ থেকে মুক্ত দেওয়া হয় আমাদের৷ তবে তিহার জেলে ১০ দিন বন্দি ছিলাম৷'
সেই ঘটনা প্রসঙ্গে ২০১৬ সালের জেএনইউ আন্দোলন সম্পর্কে অভিজিতের বক্তব্য, ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাক গলানোর চেষ্টা করছে সরকার৷
আরও ভিডিও: News18 Bangla-র প্রশ্ন, MIT-র মঞ্চ থেকে বাংলায় উত্তর দিলেন নোবেলজয়ী