শনিবার একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 'দূর ভবিষ্যতে আয়ুষ্মান ভারতের মতো স্কিম মানুষকে বাঁচাবে৷ প্রধানমন্ত্রী জনধন যোজনাও ভবিষ্যতে মানুষের টাকা জমাতে সাহায্য করবে৷ প্রচুর মানুষ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন৷'
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ অর্থাত্, মাসে মাসে ৬ হাজার টাকা৷ ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল৷
advertisement
আরও ভিডিও: নোবেল জিতেছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়