TRENDING:

মোদি সরকারের জনধন-আয়ুষ্মান ভারতের প্রশংসায় নোবেলজয়ী অভিজিত্‍

Last Updated:

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনধন যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসাই করলেন৷ জানালেন, আগামী দিনের জন্য এই আইডিয়াগুলি ভালোই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রের নোটবন্দি সিদ্ধান্তের তীব্র সমালোচনা শোনা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা করুণ অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনধন যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রশংসাই করলেন৷ জানালেন, আগামী দিনের জন্য এই আইডিয়াগুলি ভালোই৷
advertisement

শনিবার একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, 'দূর ভবিষ্যতে আয়ুষ্মান ভারতের মতো স্কিম মানুষকে বাঁচাবে৷ প্রধানমন্ত্রী জনধন যোজনাও ভবিষ্যতে মানুষের টাকা জমাতে সাহায্য করবে৷ প্রচুর মানুষ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন৷'

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্‍৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ অর্থাত্‍, মাসে মাসে ৬ হাজার টাকা৷ ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল৷

advertisement

আরও ভিডিও: নোবেল জিতেছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
হাতি-লেপার্ডের আতঙ্ক ছুমন্তর! এবার কৃষি দফতরের সহযোগিতায় আয়ের নতুন দিশা, অঢেল লাভের আশা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকারের জনধন-আয়ুষ্মান ভারতের প্রশংসায় নোবেলজয়ী অভিজিত্‍