এই অবস্থায় নিজেদের দেশের পর্যটনকে আরও জনপ্রিয় করতে অভিনব সিদ্ধান্ত নিল থাইল্যান্ড সরকার। ভারতীয়দের বিদেশভ্রমণের প্রথম তিন পছন্দের ডেস্টিনেশনে অবশ্যই নাম থাকে থাইল্যান্ডের। ফলে শীতের মরশুমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা এবার আরও জোরালো হবে ভারতীয়দের।
আরও পড়ুন: সুশান্তের সঙ্গে অঙ্কিতার ‘পবিত্র রিশতা’ কেন ভাঙে? এত বছর পর প্রেম ভাঙা নিয়ে বিস্ফোরক নায়িকা
advertisement
আগামী ১০ নভেম্বর, ২০২৩ থেকে ১০ মে, ২০২৪ পর্যন্ত ভারতীয়রা ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন বলে খবর। মূলত পর্যটনের বিকাশের জন্য এই বিশেষ ব্যবস্থা। তবে প্রতি বছরই প্রচুর মানুষ থাইল্যান্ডে বেড়াতে যান। তবে আগামী মাসের ১০ তারিখ থেকে তাঁদের আর ভিসা লাগবে না। এককথায় বিরাট সুযোগ। ভিসাবিহীন ভারতীয়দের জন্য বিরাট সুযোগ দিচ্ছে থাইল্যান্ড।
আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য থেকে ক্যানসার, এই এক শাকে জীবন বেঁচে যাবে! জানুন
আপাতত ওই নির্দিষ্ট সময়ের জন্য কোন ভারতীয় থাইল্যান্ডে যেতে চাইলে তাঁর ভিসা লাগবে না। একবার ওই দেশে গেলে তিনি অন্তত ৩০দিন থাকতে পারবেন। পিটিআইকে একথা জানিয়েছেন, থাইল্যান্ডের ডিরেক্টর অফ ট্যুরিজমের আধিকারিকরা। কিছুদিন আগেই শ্রীলঙ্কাও সাতটি দেশকে তাদের দেখে নো ভিসায় বেড়ানোর সুযোগ দিয়েছে। তালিকায় ভারতও রয়েছে।