খড়দহের বিজয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জানাচ্ছেন, কোনও রকম বিজয়মিছিল করতে চায় না দল। তিনি এই নিয়ে হাইকমান্ডের নির্দেশও পেয়েছেন।
শুধু তৃণমূলই নয়। উদ্বেগে রয়েছে নবান্নও। কারণ কিছু কিছু জায়গায় বিজয়মিছিল বেরোতে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সব জেলার জেলাশাসককে কমিশনের কড়া নির্দেশ, কমিশনের যাতে কোনও রকম বিজয়মিছিল না বেরোয়। আগেই সিইও বিভিন্ন জেলার জেলাশাসকদের ফোন করে সতর্ক করেছেন।
advertisement
কমিশনের নির্দেশ কোনও বিজয় মিছিল করা যাবে না।কমিশন জানাচ্ছে, দুজনের বেশি যেতে পারবে না জয়ের সার্টিফিকেট নিতে।
উল্লেখ্যে এই উপনির্বাচনে চার আসনেই জয়ী হয়েছে তৃণমূল। খড়দহ কেন্দ্রে জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন এক লক্ষ ১৩ হাজার ৬৪৭ ভোট। ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা। তৃতীয় সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। অন্য দিকে দিনহাটায় রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ। তৃণমূলের সহজ জয় এসেছে গোসাবাতেও। এখনও গণনা চলছে শান্তিপুর কেন্দ্রে। তবে সেখানেও তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয় নিশ্চিত করে অন্তত ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।