আরও পড়ুন- সুখের তালিকায় ১৩৬ নম্বরে ভারত! "ঘৃণার তালিকার শীর্ষে থাকবে দেশ", কটাক্ষ রাহুলের
“রাজস্থানের কংগ্রেস সরকারের অধীনে দলিত এবং আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি দিদওয়ানা ও ঢোলপুরে দলিত মেয়েদের ধর্ষণ, আলওয়ারে ট্রাক্টর দিয়ে এক দলিত যুবককে হত্যা এবং যোধপুরের পালিতে এক দলিতকে হত্যার ঘটনা ঘটেছে যা দলিত সমাজকে নাড়া দিয়েছে,” হিন্দিতে একটি ট্যুইটে লিখেছেন মায়াবতী (BSP Chief Mayawati)।
আরও পড়ুন- বিহারে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির গড়তে ২.৫ কোটির জমি দান করলেন মুসলিম পরিবার!
মায়াবতী (BSP Chief Mayawati) আরও জানান, কংগ্রেস সরকার রাজস্থানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিশেষ করে দলিত ও আদিবাসীদের সুরক্ষায় এই দলের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি।
“অতএব, এই সরকারকে বরখাস্ত করা এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করাই উপযুক্ত। এটাই বিএসপির দাবি,” বলেন মায়াবতী।