আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কারণ, সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে। এবার অসমের জন্য স্পেশ্যাল রিভিশন ঘোষণা করল কমিশন। আগামীকাল থেকে শুরু অসমের এসএসআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি।
advertisement
অসমে স্পেশ্যাল রিভিশন(SSR) করা হবে। সিদ্ধান্ত কমিশনের। অর্থাৎ, অসমবাসীকে কোনও এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হবে না। কমিশন সূত্রে খবর, প্রতিবছর ভোটার তালিকা সংশোধনের জন্য যে SSR করা হয়, অনেকটা সেরকম ভাবেই এই স্পেশ্যাল রিভিশন হবে অসমে। কমিশনের যুক্তি, অসমে এনআরসি হওয়ায় এসআইআরের বদলে এসআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 8:11 PM IST
