TRENDING:

এবার থেকে ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল

Last Updated:

দূরপাল্লা ট্রেনে যাত্রা করার সময় দরজায় লাগানো রিজার্ভেশন লিস্ট দেখা বেশিরভাগ যাত্রীদের অভ্যাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দূরপাল্লা ট্রেনে যাত্রা করার সময় দরজায় লাগানো রিজার্ভেশন লিস্ট দেখা বেশিরভাগ যাত্রীদের অভ্যাস ৷ আপনারও যদি এই অভ্যাস থাকে তাহলে এটা জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ অগামী মাস থেকে এই পরিষেবা বন্ধ করতে চলেছে রেল ৷ এই চার্টের আর কোনও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে ৷ তাই এই পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে ৷
advertisement

পরীক্ষামূলক ভাবে পয়লা মার্চ থেকে ছ’মাসের জন্য এ১, এ ও বি ক্যাটাগরির স্টেশনে সংরক্ষণ তালিকা লাগানো বন্ধ করা হবে ৷ বদলে সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট যাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে। রেলমন্ত্রকের সূত্রের খবর, ট্রেনের কোচে না থাকলেও তালিকা আগের মতোই প্ল্যাটফর্মে থাকবে ৷

এর মূল কারণ হচ্ছে যে এখন বেশিরভাগ মানুষ ডিজিটাল চার্ট দেখে নেয় ৷ এছাড়া তাদের মোবাইলে বার্থ ও সিট নম্বর সংক্রান্ত সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয় রেলের তরফে ৷ ফলে চার্টের কোনও প্রয়োজন পড়ে না ৷

advertisement

চার্ট লাগানোর জেরে কামরার নির্দিষ্ট ওই জায়গাটি নোংরা দেখতে লাগে ৷ পাশাপাশি ট্রেন চলতে শুরু করলে হাওয়ায় সেটি ছিড়ে যায় ৷

এছাড়া চার্ট লাগানোর জন্য স্টাফ নিযুক্ত করা হয়ে থাকে ৷ কিন্তু অপ্রয়োজনীয় এই কাজের বদলে অন্য দরকারি কাজে তাদের নিযুক্ত করা যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল